Apple Vision Pro: আলাদিনের জাদু নাকি! এক পলকের ইশারায় কাজ করবে কম্পিউটার!

মুভি দেখা, ডকুমেন্ট লেখা বা কোনো‌ ডিজিটাল কন্টেট লেখার সবকিছুর নিয়ন্ত্রণ এখন হাতের মুঠোয়। এজন্য দরকার নেই কোনো আলাদিনের জিন। লাগবে না কোনো ল্যাপটপ বা…

Apple Vision Pro

মুভি দেখা, ডকুমেন্ট লেখা বা কোনো‌ ডিজিটাল কন্টেট লেখার সবকিছুর নিয়ন্ত্রণ এখন হাতের মুঠোয়। এজন্য দরকার নেই কোনো আলাদিনের জিন। লাগবে না কোনো ল্যাপটপ বা কম্পিউটার। শুধু পড়তে হবে ভি আর প্রযুক্তির গগলস। এই গগলস হচ্ছে অ্যাপেলর ওগমেন্ট রিয়ালিটি হেডলেস (Apple Vision Pro) অ্যাপেলের ভিসন প্রো। নেট দুনিয়ার সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে এই অ্যাপল ভিসন প্রো, যা লঞ্চ করেছে অ্যাপল কোম্পানি। এর ফলে চোখের ইশারাতেই খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে কাজ। এই সবটাই করবে এই ডিভাইস।

অ্যাপল বরাবরই ইউসারদের সেরা জিনিস প্রদান করে, তবে সেক্ষেত্রে দাম অন্যান্য ডিভাইস থেকে তুলনামূলক কম। লোক ভাবে অনেকটাই বেশি। অ্যাপল ভিসন প্রো-এর বাজারমূল্য আনুমানিক চার লক্ষ টাকা। টক্কর দিতে এই চশমা বের করল অ্যাপল। এই গেজেটে যে ব্যাটারি প্যাক রয়েছে তা দুঘন্টা চলতে পারে। ভিসন প্রো হেডসেটে রয়েছে বিল্ড ইন ডিসপ্লে এবং একাধিক লেন্স।এই হেডসেটে ইউসার তার চোখ হাত এবং ভয়েস ব্যবহার করে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করতে পারে।

   

ডিজিটাল কন্টেটগুলির সঙ্গে এমনভাবে ইনটারেক্ট করা যাবে যেন মনে হবে আপনি বাস্তব জগতের মধ্যে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রয়েছে ২৩ টি সেন্সর যার মধ্যে ১২ ক্যামেরা ৫ টি সেন্সর এবং ছয়টি মাইক। চশমায় দুচোখের জন্য রয়েছে দুটি ডিসপ্লে এবং অত্যাধুনিক লেন্স যা পরলে সত্যিকারের বাস্তব দুনিয়ায় রয়েছে এমনটাই অনুভব হবে বলে দাবি করছে অ্যাপল। সংস্থার এই মিক্সড রিয়ালিটি হেডসেট টক্কর দেবে ওইসড থ্রি হেডসেটকে।

অপরদিকে আইফোন ইউসারদের জন্য নতুন সাব টায়ার ios-এর ঘোষণা করেছে সংস্থাটি। সিস্টেমের ফলে আইফোন ইউসাররা যে আকর্ষণীয় ফিচারটি পাবেন তা হল- কনটেক্ট লিস্ট থেকে যারা ফোন করবে তাদের নাম ছবি সহ অন্যান্য তথ্য স্ক্রইনএ ভেসে উঠবে। এছাড়া ভয়েস মেলো পাওয়া যাবে ট্রান্সক্রিপশন ফিচার, ফোন যখন চার্জ দেবেন তখন স্ক্রিনে তারিখ ও সময় দেখা যাবে। পাশাপাশি ফোনে যা যা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি রয়েছে তা দেখা যাবে চার্জ হওয়াকালীন। এর জন্য নতুন স্ট্যান্ডবাই মোড এনেছে এটি। ডিভাইসটিতে ৫১২ মেগাবাইট থেকে ৫ টেরাবাইট পর্যন্ত পর্যাপ্ত স্টোরেজ সুবিধা থাকবে বলে আশা করা যাচ্ছে। যা নিমেষেই ছবি ভিডিও বিভিন্ন কাজ সংরক্ষণ করতে দেবে।

অ্যাপল ভিসন প্রো-এর আরেকটি স্ট্যান্ডবাই বৈশিষ্ট্য হল এর উন্নত ক্যামেরা সিস্টেম। এটি থ্রিডি লেন্স সেটআপ সহ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ যার মাধ্যমে আপনি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া ডিভাইসটিতে পাবেন নাইট মোড, যার মাধ্যমে আপনি কম আলোতে দুর্দান্ত ফলাফল পেতে পারেন। অন্যদিকে স্মার্ট উন্নত প্রযুক্তি নির্দিষ্ট করে যে আপনার ফটোগুলিতে হাইলাইট ও ছায়ার নিখুঁত ভারসাম্য রয়েছে। ডিভাইসটির প্রাথমিক ডেমো প্রকাশ করা হয়েছে। এই ডিভাইস ২০২৪ এর প্রথম দিকেই বাজারে আনতে চলেছে অ্যাপল।