Kalinga Super Cup: ডার্বি হারের প্রসঙ্গে এবার কী বললেন মিরান্ডা? জানুন

গত বছর ইন্ডিয়ান সুপার লিগে টানা তিনটি ম্যাচে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে…

Clifford Miranda

গত বছর ইন্ডিয়ান সুপার লিগে টানা তিনটি ম্যাচে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে কোচ বদল করা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।  হুয়ান ফেরেন্দোর বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় সবুজ-মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। তবে ভিসা জনিত সমস্যা থাকার দরুণ ভারতে আসতে যথেষ্ট সময় লাগে এই স্প্যানিশ হাইপ্রোফাইলের। সেজন্য, তার অবর্তমানে দলের দায়িত্ব সামাল দেন মোহনবাগান দলের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। বলতে গেলে তার তত্ত্বাবধানে এবারের কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) শুরুটা যথেষ্ট ভালো করেছিল ময়দানের এই প্রধান।

আরও পড়ুন: Kalinga Super Cup: ডার্বি জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ কেন দেবব্রত সরকার 

   

প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল আইলীগের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকান এফসিকে। তারপর সেই ধারা বজায় রেখেই মোহনবাগান দল পরাজিত করে একবারের আইএসএল জয়ী দল হায়দরাবাদ এফসিকে‌। তবে কলকাতা ময়দানের দুই প্রধানের পয়েন্ট সমান থাকায় গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচের দিকেই নজর ছিল সকলের।

গতকাল এই তৃতীয় ম্যাচ তথা ডার্বি ম্যাচেই কার্যত পর্যদুস্ত হতে হয় মোহনবাগান দলকে। প্রথমদিকে জাপানি ডিফেন্ডার হেক্টর ইৎসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় আনেন অধিনায়ক ক্লেটন সিলভা।

তারপর দ্বিতীয়ার্ধে লাল-হলুদের তান্ডবের সাক্ষী থেকেছে সকলে। কার্যত দাঁতে দাঁত চেপে লড়াই চালাতে হয় সবুজ-মেরুন ডিফেন্ডারদের। তবুও আটকানো সম্ভব হয়নি নন্দকুমার ও ক্লেটনদের। শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে ডার্বি জয় করে মশাল ব্রিগেড। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত থেকে সমস্ত দোষ নিজের দিকেই কার্যত নিয়ে নেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

এক্ষেত্রে এই হাই ভোল্টেজ ম্যাচে বাগানের যুব ফুটবলারদের প্রচেষ্টাকে যথেষ্ট গুরুত্ব দেন তিনি‌। তার কথায়, ছেলেরা সর্বক্ষন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তবে এক্ষেত্রে বেশকিছু ভুলভ্রান্তি ছিল। তবে সেটা শুধরে নিয়েই এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এই প্রধানের।