Kalinga Super Cup: ডার্বি জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ কেন দেবব্রত সরকার

শুক্রবার ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এক অনবদ্য ডার্বি (Kalinga Super Cup) ম্যাচের সাক্ষী থেকেছে ফুটবলপ্রেমী মানুষেরা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করেছে ইমামি ইস্টবেঙ্গল…

East Bengal Official Debabrata Sarkar

শুক্রবার ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এক অনবদ্য ডার্বি (Kalinga Super Cup) ম্যাচের সাক্ষী থেকেছে ফুটবলপ্রেমী মানুষেরা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।  প্রথমদিকে ১ গোলের ব্যবধানে মোহনবাগান এগিয়ে গেলেও কিছু সময় পরেই গোল শোধ করেন ক্লেটন সিলভা।

প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান সমান থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। যা সামাল দিতে গিয়ে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দেয় বাগানের। তারপর নন্দকুমার শেখর থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ফুটবলারদের দাপট থেকেছে ব্যাপকভাবে।

সেখান থেকেই বিরাট ব্যবধান ম্যাচ জয়। যা নিয়ে বর্তমানে খুশির আমেজ দলের সমর্থকদের মধ্যে। তবে এখন এই ডার্বি জয়ের আনন্দে ভেসে যেতে চাননা ক্লাব কর্তারা। বাগান বধের পর এবার এই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়াই এখন একমাত্র লক্ষ্য সকলের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানালেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।

তিনি বলেন, গোটা ম্যাচ জুড়ে আমাদের ছেলেরা দাপিয়ে ফুটবল খেলেছে। যার দরুন আমাদের এই জয় এসেছে। এই জয় আমরা আমাদের সকল সভ্য সমর্থকদের উৎসর্গ করছি। আমাদের গোটা দলকে স্যালুট জানাচ্ছি। আমাদের এই জয় ধরে রাখতে হবে। এই জয়ে ভেসে গেলে চলবে না।

আরও বলেন, কারা থেকেছে কিংবা কাদের পাওয়া গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সকলেই দলের জার্সি পড়ে খেলেছে। এবং আমরা আমাদের জার্সি পড়েই হারিয়েছি। তাছাড়া কোন দল কত বেশি শক্তিশালী তা এই ম্যাচে প্রমান হয়না। যারা দাপট বজায় রাখবে তারাই জিতবে। আমাদের ছেলেরা মস্তানি দেখিয়েছে তাই ম্যাচে জয় পেয়েছে।