Mohun Bagan Coach: চেন্নাইয়িন ম্যাচের আগে অসুস্থ লোপেজ হাবাস

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য আচমকা খারাপ খবর। অসুস্থ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।  অসুস্থতার কারণে শনিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি।…

Mohun Bagan Coach Antonio Lopez Habas

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের জন্য আচমকা খারাপ খবর। অসুস্থ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।  অসুস্থতার কারণে শনিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি।

রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। হাতে আর কয়েক ঘন্টা বাকি। তার আগে পাওয়া গিয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের শারীরিক অসুস্থতা খবর। জানা গিয়েছে, কলকাতার এই গরমের কারণে নাজেহাল মোহনবাগানের স্প্যানিশ কোচ।

   

ঠিক কী হয়েছে হাবাসের? যতটা শোনা যাচ্ছে, গরমে কাবু হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের অভিজ্ঞ কোচ। ঠাণ্ডা গরম থেকে এসেছে জ্বর। তবে গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকলেও থাকতে পারেন। তবে হাতে সময় যেহেতু কম তাই এই কথা জোর না দিয়েই বলা ভালো।

হাবাসের বদলে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর ডেপুটি ম্যানুয়েল পেরেজ। তিনিই জানিয়েছেন হেড কোচের অনুপস্থিতির কারণ। এদিনের অনুশীলনেও ছিলেন না হাবাস। প্র্যাকটিসে হেড কোচ উপস্থিত না থাকলেও দুশ্চিন্তার কারণ দেখছেন না ম্যানুয়েল পেরেজ। যে কদিন অনুশীলন করানো হয়েছে তাতে আগামীকালের ম্যাচ থেকে ছেলেরা পুরো পয়েন্ট তুলে নিতে পারবে বলেই তিনি মনে করছেন।

তবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে সাহাল আব্দুল সামাদকে মাঠে নামতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়া স্কোয়াডে আপাতত অন্য কোনো সমস্যা নেই বলেই খবর। প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবার মাঠে নামছে মোহনবাগান। বিরতির আগে ছন্দে ছিল দল। আগামীকাল পুরনো ছন্দেই খেলতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।