ISL ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার নিচ্ছে মোহনবাগান, কত টাকা পাবেন কামিন্স?

গত মাসে আইএসএল (ISL) জয়ের পর এবার সুপার কাপ জেতাই লক্ষ্য এটিকে মোহনবাগানের ( Mohun Bagan Club)। সেইমর্মে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করেছে সবুজ-মেরুন ব্রিগেড।

Jason Cummings, professional footballer, posing in his team's jersey

গত মাসে আইএসএল (ISL) জয়ের পর এবার সুপার কাপ জেতাই লক্ষ্য এটিকে মোহনবাগানের ( Mohun Bagan Club)। সেইমর্মে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার প্রতিপক্ষ জামশেদপুর। আগামী ১৪ তারিখ তাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে প্রীতমরা।

তবে ফরোয়ার্ডের সমস্যা নিয়ে শুরু থেকেই ভুগতে হয়েছে মেরিনার্সদের। তাই সেই দিকে বাড়তি নজর রেখে এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। এক্ষেত্রে গত কয়েকদিন ধরেই উঠে এসেছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের নাম। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন।  শুধু তাই নয়, কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে ও খেলতে দেখা যাচ্ছে ২৭ বছরের এই তারকা ফুটবলারকে।

Jason Stephens, Australian League Footballer Linked to Mohun Bagan Club

গতকাল এই নিয়েই বিশেষ বক্তব্য পেশ করেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মালিক পেলি। তিনি জানান, কামিন্স যদি দল ছেড়ে যেতে চান তাহলে কিছুটা অবাক ই হবে তাদের ম্যানেজমেন্ট কতৃপক্ষ। যার কারন হিসেবে উঠে আসে বিরাট বড় অঙ্কের অর্থ খরচের কথা। কিন্তু তিনি এটাও বলেন , জেসনের যদি সত্যি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তাদের তরফ থেকে কোনো রকমের বাঁধা দেওয়া হবেনা। তার এই বিবৃতির পর জেসনের তরফ থেকে কোনও মন্তব্য উঠে না আসলেও সময়ের সাথে সাথে ক্রমশ জোড়াল হচ্ছে তার ভারতে আসার কথা।

শোনা যাচ্ছে, এবার বিরাট অঙ্কের অর্থ প্রদানের পাশাপাশি বড়বড় ট্রান্সফার ফি দিয়ে এই অজি ফুটবলার কে আনতে চাইছে সবুজ-মেরুন। তাই আসলে আইএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হবে কামিন্স। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ৩ কোটি টাকা ট্রান্সফার ফি সহ বছরে ৯ কোটি ৭৫ লক্ষ্য টাকা পারিশ্রমিক দেওয়া হবে এই ফুটবলার কে। যা নিঃসন্দেহে রেকর্ড।

উল্লেখ্য, এখনো পর্যন্ত আইএসএলে সবচেয়ে দামি ফুটবলার থেকেছেন আদ্রিয়ান লুনা। তবে কামিন্স আসলে অনায়াসেই নতুন রেকর্ড গড়বে এটিকে মোহনবাগান।