ক্লাব ক্রিকেটে ক্রিকেটারদের সই পর্ব সারল Mohun Bagan

মোহনবাগান (Mohun Bagan) ক্লাব ২০২২-২৩ ক্রিকেট মরসুমের জন্য ২৪ জন ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছে। স্কোয়াডে উল্লেখযোগ্য ক্রিকেটার হিসেবে নাম রয়েছে অভিমন্যু ঈশ্বরণ,অনুষ্টুপ মজুমদার, প্রিনান দত্ত,অর্নব নন্দী,অভিষেক…

Mohun Bagan Club has named 24 cricketers in the squad

short-samachar

মোহনবাগান (Mohun Bagan) ক্লাব ২০২২-২৩ ক্রিকেট মরসুমের জন্য ২৪ জন ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছে। স্কোয়াডে উল্লেখযোগ্য ক্রিকেটার হিসেবে নাম রয়েছে অভিমন্যু ঈশ্বরণ,অনুষ্টুপ মজুমদার, প্রিনান দত্ত,অর্নব নন্দী,অভিষেক পোড়েল,সন্দীপন দাস,কাজি জুনেদ সইফি প্রমুখেরা। ইতিমধ্যে ২৪ জন খেলোয়াড় সাইনিং পর্ব সাড়া হয়ে গিয়েছে।

   

বাগান স্কোয়াডে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ।চলতি মাসের সেপ্টেম্বরে বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ব্যাট হাতে ১৯৪ বলে ১৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন। অভিমন্যুর ইনিংস ১৩ টি চার এবং একটিমাত্র ওভার বাউন্ডারিতে সাজানো। অর্থাৎ এর থেকে পরিষ্কার অভিমন্যু ঈশ্বরণ গ্রাউণ্ড শটের ওপর ভর করে কিউই বোলারদের শাসন করেছে,গগনে খেলেছেন একটিমাত্র শট,যা ওভার বাউন্ডারি। একজন জাত ওপেনিং ব্যাটসম্যানের এটাই সেরা উদাহরণ যে গ্রাউন্ড শট খেলে টিমের ইনিংস এগিয়ে নিয়ে চলে।

বাংলার আর এক জোরে বোলার মুকেশ কুমার বল হাতে জ্বলে উঠেছেন চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলার এই জোরে বোলার ২৩ ওভার বল করে মেডেন ৫ ওভার, ৮৬ রান দিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের ৫ উইকেট শিকার করেছেন। তবে এই অঘোষিত টেস্ট ম্যাচ ড্র হয়েছে।

ক্লাব ক্রিকেটে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে সিএবি ফার্স্ট ডিভিশন লীগ মোহনবাগান জিতেছে ২৭ বার।সিএবি সুপার লীগ দুবার ২০১৫-১৬, ২০১৭-১৮ সেশন। সিএবি সিনিয়র নক আউট ৩২ বার,জেসি মুখার্জী ট্রফি ২৩ বার।এএন ঘোষ ট্রফি ৮ বার জিতেছে গঙ্গা পাড়ের ক্লাব।