এবছর আইএসএলের শুরুটা খুব একটা সুখকর না হলেও ঘরের মাঠে খেলতে নেমে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। বিগত সোমবার (২৩ সেপ্টেম্বর) যুবভারতীতে নর্থইস্টকে ৩-২ গোলে হারিয়েছে সবুজ মেরুন শিবির। এই জয়ের ফলে ডুরান্ড হারের ‘মধুর’ প্রতিশোধ নেওয়ার পাশাপাশি লিগ টেবিলে একলাফে চতুর্থ স্থানে উঠে এসেছে মেরিনার্সরা। তবে ঘরের মাঠে জয়ের দেখা মিললেও ‘স্বস্তির’ দেখা মেলেনি বাগান শিবিরে।
নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের বাগান অধিনায়কের করা একটি গোলকে ঘিরে বিবিধ সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ম্যাচ রেফারি এবং মোহনবাগান ক্লাব কর্মকর্তারা। আজ সেই বিতর্কের অবসান ঘটিয়েছেন বাগান অধিনায়ক শুভাশিষ বসু (Subhasish Bose)। এদিন ম্যাচ রেফারিদের ক্লিনচিট দেওয়ার পাশাপাশি শুভাশিষ জানান সমস্ত বিতর্ক ভুলে এখনআজকের ম্যাচ জেতাটাই হল তাঁর এবং দলের প্রধান লক্ষ্য।
এবছর ডুরান্ড কাপের ফাইনালে উঠেলেও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় মোহনবাগানের কাছে। তাই ডুরান্ডের যন্ত্রণা ভুলে প্রতিশোধ নিতেই যুবভারতীতে নামে সবুজ মেরুন শিবির। ম্যাচের শুরুতে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুটি গোল করে মেরিনার্সদের জয়ের আশা একপ্রকার ভঙ্গ করে দেয় নর্থইস্ট ইউনাইটেড। ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৬১ মিনিটের মাথায় গোল করে সবুজ-মেরুন শিবিরকে সমতায় ফেরান অধিনায়ক শুভাশিষ বসু।
আর এই গোলটি নিয়েই শুরু হয় বিতর্কের নতুন অধ্যায়। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে নর্থ ইস্ট গোলরক্ষক গুরমিতের হাত থেকে বল ফসকে গেলে , সেটাতে কিক করে গোল করেন শুভাশিষ। ভি আর প্রযুক্তি না থাকায় গোলের বাঁশি বাজিয়ে দেন রেফারিও। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ হয়েছিলেন নর্থইস্ট কোচ বেনালি। বাগান অধিনায়কের এই গোলটি নিয়ে সবুজ -মেরুন কোচ এবং ম্যাচ রেফারিদের তোপ দেগেছিলেন তিনি। এছাড়াও গোলটির নিন্দায় নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন নর্থইস্ট কর্ণধার জন আব্রাহামও।
তবে আজ মাঠে নামার আগে সমস্ত বিতর্কের জবাব দিয়েছেন শুভাশিষ। এদিন সাংবাদিক বৈঠকে ম্যাচ রেফারিদের প্রশংসা করে তিনি বলেন, “আমরা লড়াই করেই জিতেছি। ম্যাচ রেফারিদের ওপর দোষারোপ করাটা বোকামির পরিচয়। ভারতীয় ফুটবল কর্তৃপক্ষের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে আমার কাছে যখনই সুযোগ এসেছে গোল করার, করেছি। পিছিয়ে পড়াটা আমাদের লক্ষ্য নয়। এই মহুর্তে লিগ টেবিলে ওপরে ওঠাটাই দলের প্রধান লক্ষ্য।”
আজ বেঙ্গালুরু ম্যাচ নিয়েও কথা বলতে শোনা যায় বাগান অধিনায়ককে। এদিন তিনি আরও বলেন, “বেঙ্গালুরু খুব ভালো ফুটবল খেলেছে এই মরশুমে। ওদের মাঝমাঠের সঙ্গে ফরোয়ার্ড দলের যোগাযোগ বেশ ভালো। তবে আমাদের দলও লড়াই করে জিতেছে। আশা করি ভালো একটা ম্যাচই উপহার দিতে পারব সমর্থকদের।”