HomeSports NewsSubhasish Bose: 'ISL আমাদের জিততেই হবে', আত্মবিশ্বাসে ফুটছেন শুভাশিস

Subhasish Bose: ‘ISL আমাদের জিততেই হবে’, আত্মবিশ্বাসে ফুটছেন শুভাশিস

- Advertisement -

ডুরান্ড কাপ এসেছে, লিগ শিল্ড এসেছে। বাকি রইল ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি। আর একটা ম্যাচ। মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট জিতবে ত্রিমুকুট। ফাইনালে উঠে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেডের অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)।

মুম্বই সিটি এফসিকে হারিয়েই লিগ শিল্ড অর্জন করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ট্রফি জয়ের পথেও বাধা সেই মায়ানগরীর ক্লাব। মুম্বই বাধা সবুজ মেরুন তরী আবারও অতিক্রম করতে পারবে বলে মনে করছেন শুভাশিস। অন্তত সমর্থকদের জন্য নিজেদের সেরাটা আরও একবার দিতে চাইছেন তিনি। “আর একটাই ম্যাচ বাকি রয়েছে। সেটা জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই”, বলেছেন বাগান অধিনায়ক।

   

চলতি মরসুম মোহনবাগানের জন্য খুব একটা মসৃণ ছিল না। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট খুইয়ে নিজেদের চাপে ফেলেছেন ফুটবলাররা। ঘুরে দাঁড়াতে হয়েছে একাধিকবার। শিল্ড জয় করার জন্যও অপেক্ষা করতে হয়েছে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত। শুভাশিসের মতে, “কঠিন সময়ে মোহনবাগান সব সময়ই ঘুরে দাঁড়ায়। সতীর্থদের ধন্যবাদ। এ বার ফাইনালে জিততে হবে আমাদের… ভুবনেশ্বরে আগের ম্যাচের পরও বলেছিলাম আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে এবং আমরা তা করে দেখিয়েছি।”

এখনও পর্যন্ত দলের যা পারফরম্যান্স তাতে অধিনায়ক হিসেবে শুভাশিস গর্বিত। দুটি ট্রফি ইতিমধ্যে এসেছে। মরসুম শুরুই হয়েছিল ট্রফি জিতে। শেষেও ট্রফি জিতলে পূর্ণ হবে বৃত্ত। সবুজ মেরুন অধিনায়কের কথায়, “আইএসএল কাপ অর্জন করতেই হবে আমাদের। ঘরের মাঠে সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular