Mission ISL: ফাইনালের আগে দারুণ ছন্দে মোহনবাগান

রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী ওডিশা এফসিকে বধ করে এবারের আইএসএল ফাইনালে (Mission ISL) নিজেদের নিশ্চিত করতে সক্ষম হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। যা নিঃসন্দেহে বড়সড়…

Mohun Bagan in Stellar Form Ahead of Final Showdown

রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী ওডিশা এফসিকে বধ করে এবারের আইএসএল ফাইনালে (Mission ISL) নিজেদের নিশ্চিত করতে সক্ষম হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে।  আগামী কয়েকদিন পরেই টুর্নামেন্টের ফাইনাল।

যেখানে খেলতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে। ম্যাচটি যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। সেজন্য, এই কটা দিন নিজেদের সকল ফুটবলারদের দেখে নেওয়াই একমাত্র লক্ষ্য উভয় পক্ষের। একদিকে যেমন টানা দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে সবুজ-মেরুনের সামনে, অন্যদিকে শিল্ড ফাইনালের বদলার লড়াই মুম্বাইয়ের।

   

তবে রবির সেমিফাইনালের পর রিকভারি সেশনেই জোর দিতে দেখা গিয়েছিল মোহনবাগান দলকে। যেখানে মূলত বাগান সহকারী কোচ ম্যানুয়েলের হাত ধরে অনুশীলন করে গোটা দল। অজি ফুটবলার জেসান কামিন্স থেকে শুরু করে হেক্টর ইউৎসের মতো ফুটবলারদের পাশাপাশি সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলারদের ও দেখা যায় চনমনে মেজাজে।

আসলে সেমিফাইনাল ম্যাচে ওডিশা এফসিকে হারিয়ে খুশির আমেজ রয়েছে বাগান ফুটবলারদের মধ্যে। সেজন্য, রিকভারি সেশনে খোশমেজাজে দেখা যায় সকলকে। আগামী ৪ঠা মে আইএসএলের ফাইনাল। ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে হবে মেরিনার্সদের।

এখন সেই ম্যাচের জন্যই নিজেদের প্রস্তুত করতে চান শুভাশিসরা। আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলার এই ম্যাচে খেলতে না পারলেও নিজেদের বাকি সকলকে এই ম্যাচের জন্য প্রস্তুত করাই অন্যতম লক্ষ্য বাগান কোচের। রিকভারি সেশন থাকার জন্য সোমবার অনুপস্থিত থাকলেও আগামী মঙ্গলবার থেকেই ফের দলের দায়িত্ব সামাল দেবেন হাবাস।