Mohun Bagan: ডার্বি প্রস্তুতি শুরু সবুজ-মেরুনের, বল পায়ে নামলেন না এই তারকা

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই এবারের আইএসএলের ফিরতি লেগের ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস এবং ইমামি…

Sahal Abdul Samad

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই এবারের আইএসএলের ফিরতি লেগের ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দেখা দিয়েছিল বহু বিতর্ক।

এমনকি একটা সময় এই হাইভোল্টেজ ডার্বি ম্যাচ অন্যতম স্থানান্তর করার কথা উঠে আসছিল আয়োজক সংস্থার তরফ থেকে। এমনকি অনেকটা সময় পিছিয়ে ডার্বি করার প্রসঙ্গ উঠে এসেছিল কয়েকবার। যা নিঃসন্দেহে সমস্যায় ফেলতে পারতো দুই প্রধানের সমর্থকদের। শেষ পর্যন্ত আগামী রবিবার রাত ৮টার কিছুটা সময় পর শুরু হতে চলেছে এই ফুটবল ম্যাচ। সেই অনুযায়ী অনুশীলন শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। কিন্তু এখনো চিন্তায় রাখলেন দলের এই তারকা ফুটবলার।

   

উল্লেখ্য, এবারের আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও পরবর্তীতে হায়দরাবাদ ম্যাচ থেকে ছন্দে ফিরেছে দল। তারপর থেকে এখনো অপরাজিত রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। শেষ ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে ও সহজ জয় এসেছে মেরিনার্সদের। যার দরুন অনেকটাই সুবিধে পেয়েছে তলানিতে থাকা ফুটবল ক্লাব গুলি। এবার সেই ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য শুভাশিস বসুদের। ইস্টবেঙ্গল দলকে হারিয়ে শিল্ড জয়ের কাছে পৌঁছতে চাইবেন বাগান কোচ।

সেইমতো আজ থেকেই অনুশীলনে দেখা যায় ফুটবলারদের। প্রথমেই ই-স্কুটারে করে অনুশীলনে আসেন অজি ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিল থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলাররা। পরবর্তীতে অনুশীলনে আসেন কিয়ান নাসিরি থেকে শুরু করে অন্যান্য দেশীয় তারকারা। তবে বল পায় অনুশীলন নামলেন না অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ।  মূলত সাইড লাইনে ফিটনেস ট্রেনিংয়ে দেখা যায় তাকে। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে বল পায়ে অনুশীলনে ফিরবেন তিনি। কিন্তু আসন্ন ডার্বি ম্যাচের আদৌ তিনি খেলবেন কিনা এখন সেটাই দেখার।