Mohun Bagan: ‘অভিজ্ঞ’ সুমিত-কিয়ানের থেকে প্রত্যাশা আরও একটু বেশি

কলকাতা ফুটবল লীগের শুরুটা দুরন্ত ভাবে করেছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বেশিরভাগ প্রতিপক্ষের।

Sumit Rathi and Kiyan Nassiri

কলকাতা ফুটবল লীগের শুরুটা দুরন্ত ভাবে করেছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বেশিরভাগ প্রতিপক্ষের। বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন সুহেল আহমেদ ভাট, নংদম্বা নাওরেমরা। CFL এর পারফরম্যান্স দেখে জুনিয়রদের Durand Cup-এর দলে সুযোগ দিয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট। গ ঙ্গা পাড়ের তাঁবুতে ছিল ফিল গুড পরিবেশ। হঠাৎ যেন ছন্দ পতন। ডিফেন্স নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বিদেশি বিহীন কলকাতা ফুটবল লীগ জয়ের অন্যতম দাবিদার মোহন বাগান সুপার জায়ান্ট। মনে রাখতে হবে বাগান লীগ জয়ের অন্যতম দাবিদার, একমাত্র দাবিদার নয়। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব রয়েছে খেতাব জয় করার দৌড়ে। এই পরিস্থিতিতে আর্মি রেডের বিরুদ্ধে মঙ্গলবার বাগানের পয়েন্ট নষ্ট তুলে ধরেছে একাধিক প্রশ্ন।

কলকাতা ফুটবল লীগ সুমিত রাঠির হাতে অধিনায়কের আর্ম ব্যান্ড পরিয়ে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। এখনও ভারতীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে সুমিতের কথা বিবেচনা করা হয়। এদিন আর্মি রেড দলের বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্ট এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করেছে। কোনোভাবেই দায় এড়াতে পারে না সবুজ মেরুন ডিফেন্স। বিরতির আগে পর্যন্ত ১-০ গোল মোহন বাগান এগিয়ে ছিল। ম্যাচের শেষ বাঁশি যখন বাজল তখন স্কোরলাইন ২-২। ভাগাভাগি হল পয়েন্ট।

কলকাতা ফুটবল লীগে মোহন বাগান সুপার জায়ান্ট প্রচুর গোল করলেও গোল হজম করেছে বেশ কিছু। CFL – এ বাগান যে দল নামিয়েছে তাতে সুমিত তুলনামূকভাবে অভিজ্ঞ ফুটবলার। বেশ কিছু দিন হল তিনি রয়েছেন সবুজ মেরুন শিবিরে। তাই তার থেকে প্রত্যাশা আরও একটু বেশি। এছাড়াও বলতে হয় কিয়ান নাসিরির কথা। তিনিও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সিনিয়র দলে খেলা ফুটবলার। আর্মির বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন, ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারলেন কি? সুমিতের মতো কিয়ানের থেকেও প্রত্যাশা আরও একটু বেশি।