AFC কাপের ম্যাচে জুনিয়র ছেলেদের মাঠে নামিয়েছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। মালদ্বীপের ক্লাব মেজিয়ার (Mazia SRC) বিরুদ্ধে আজ ছিল বাগানের ম্যাচ। দুই দলের কাছে এদিনের ম্যাচ ছিল স্রেফ নিয়ম রক্ষার। তবুও ম্যাচ জেতার জন্য চেষ্টা করেছেন দুই দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত বাগানকে ১-০ গোলে হারিয়েছে মেজিয়া।
আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান
এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার প্রত্যাশা করেননি বেশিরভাগ সবুজ মেরুন সমর্থক। নতুন করে চোট সমস্যা না বাড়ানোর লক্ষ্যে অ্যাওয়ে ম্যাচে জুনিয়র দল নামিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। ম্যাচে ফলাফল বাগানের অনুকূলে না হলেও চোট এড়ানোর লক্ষ্যে সফল হয়েছে ক্লাব।
The second half is underway where the boys are looking to mount a comeback!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/XBVZj1beMO
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 11, 2023
ম্যাচের শুরু থেকে মোহন বাগান সুপার জায়ান্টের ওপর চাপ বাড়িয়েছিল মালদ্বীপের অন্যতম সেরা ক্লাব মেজিয়া। প্রায় ফাঁকা গ্যালারিতে বেশ কিছু ভালো মুভমেন্ট তৈরি করতে পেরেছে দুই দল। আক্রমণের ব্যাপারে কিছুটা এগিয়ে থাকবে আয়োজক ক্লাব। বাগানের গোল রক্ষক আর্শ আনোয়ার শেখ এদিন নিশ্চিত কিছু গোল বাঁচিয়েছেন।
আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক
বিরতির পর আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। সুহেল আহমেদ ভাট, টাইসনরা প্রতিপক্ষের বক্সে হানা দিয়েছেন একাধিকবার। গোল করার মতো ভালো কিছু সুযোগ মোহন বাগানের কাছেও এসেছিল। পরাজিত হলেও বাগানের যুব দলের পারফরম্যান্স হয়েছে আশাপ্রদ। রক্ষণ সামলানো হোক কিংবা জমিতে বল রেখে পাসিং ফুটবল খেলার প্রচেষ্টা, দলের খেলায় নজরে পড়েছে একাধিক ইতিবাচক দিক।