Mohun Bagan AC: খেতাব ধরে রাখার লড়াইয়ে হকির মাঠে মোহনবাগান

শুরু হচ্ছে ক্যালকাটা হকি লীগ। গতবারের বিজেতা মোহনবাগান (Mohun Bagan AC)। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ বাগানের সামনে। আজ থেকে শুরু হবে অভিযান। ঘরের মাঠে…

Mohun Bagan AC Calcutta Hockey League

শুরু হচ্ছে ক্যালকাটা হকি লীগ। গতবারের বিজেতা মোহনবাগান (Mohun Bagan AC)। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ বাগানের সামনে। আজ থেকে শুরু হবে অভিযান। ঘরের মাঠে বিকেল সাড়ে তিনটার সময় শুরু হবে ম্যাচ।

এবারের ক্যালকাটা হকি লীগের গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। বাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে খালসা ব্লুজ অ্যাথলেটিক ক্লাব, ভিভিড ওয়াই এইচ সি, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট অ্যাথলেটিক ক্লাব, ই আর এস এ, এফডিআই (ইস্টার্ন জোন), মহামেডান স্পোর্টিং ক্লাব ও বিএনআর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ক্রীড়া সূচি। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বাগানের ম্যাচ রয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। ম্যাচগুলো খেলা হবে মোহনবাগান ক্লাবের মাঠে। সবকটা ম্যাচ শুরু হবে বিকেল ৩.৩০ থেকে।

   

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সূচি:
১০.০২.২০২৪- মোহনবাগান বনাম খালসা ব্লুজ অ্যাথলেটিক ক্লাব
১৩.০২.২০২৪- মোহনবাগান বনাম ভিভিড ওয়াইএইচসি
১৬.০২.২০২৪- মোহনবাগান বনাম ক্যালকাটা পোর্ট ট্রাস্ট অ্যাথলেটিক ক্লাব
১৮.০২.২০২৪- মোহনবাগান বনাম ইআরএসএ
২১.০২.২০২৪- মোহনবাগান বনাম এফসিআই (ইস্টার্ন জোন)
২৬.০২.২০২৪- মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব
২৮.০২.২০২৪- মোহনবাগান বনাম বিএনআর