Mohun Bagan AC: জোড়া হ্যাট্রিক, মোহনবাগানের ৯ গোল

্হযকির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan AC)। পরপর দুই ম্যাচে জয়। ক্যালকাটা হকি লীগে সবুজ মেরুন ঝড়। দ্বিতীয় ম্যাচে ৯ গোল দিল…

Calcutta Hockey League 2024

্হযকির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan AC)। পরপর দুই ম্যাচে জয়। ক্যালকাটা হকি লীগে সবুজ মেরুন ঝড়। দ্বিতীয় ম্যাচে ৯ গোল দিল দল। হয়েছে দুটি হ্যাটট্রিক।

ক্যালকাটা হকি লীগে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নেমেছিল মোহনবাগান। এদিনের ম্যাচ ছিল ভিভিড ওয়াইএইচসি এর বিরুদ্ধে। ম্যাচটি বাগান জিতেছে ৯-১ গোলে। জোড়া হ্যাটট্রিক এসেছে অ্যাফান ইউসুফ ও যুবরাজ বাল্মীকির স্টিক থেকে। লীগের প্রথম ম্যাচে ১৪ গোল দিয়ে ছুটেছিল পালতোলা নৌকা। একটিও গোল করতে পারেনি প্রতিপক্ষ।

Advertisements

শনিবার থেকে শুরু হয়েছে ক্যালকাটা হকি লীগ। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এবার তাদের লক্ষ্য অর্জিত খেতাব ধরে রাখা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাগানের বিরুদ্ধে ছিল খালসা ব্লুজ। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ জুড়ে দাপিয়ে খেলেছিল সবুজ মেরুন ব্রিগেড। মঙ্গলবারের ম্যাচেও তাই। বাগানের অটুট আধিপত্য।