Juan Ferrando: রঙ করা মাঠ ঢাকতে পারল না হুয়ানের দুর্বলতা

juan ferrando

হেরে গেল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giant)। মাঠ খারাপ একটা কারণ হতে পারে, কিন্তু একমাত্র কারণ হয়তো নয়। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মঙ্গলবারের পরাজয় প্রশ্ন তুলে দিচ্ছে বাগান কোচ হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) ফুটবল স্ট্র্যাটেজি নিয়ে।

Advertisements

এইরকম মাঠে কী করে হয় AFC কাপের ম্যাচ? প্রশ্ন তুলেছেন সৃঞ্জয় বসু। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কিংস এরিনায় মাঠ সবুজ দেখানো হয়েছে কৃত্রিম রঙের মাধ্যমে। মানে রং করা মাঠ। যাদের এই ধরনের সারফেসে খেলার অভিজ্ঞতা নেই তাদের এই মাঠে খেলতে সমস্যা হতে পারে। মোহন বাগান সুপার জায়ান্ট ফুটবলারদেরও সমস্যা হয়েছে হয়তো। মাঠের সমস্যার পাশাপাশি ফুটবল প্রেমীদের একাংশের দাবি, হুয়ান ফেরান্ডোর পরিকল্পনায় রয়েছে বিস্তর গলদ।

বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণের সামনে এদিন তিন ডিফেন্ডার নিয়ে শুরু করেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অনিরুধ থাপা। ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচেও বাগানের ডিফেন্স সম্প্রতি উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছিল। মাঝমাঠে রক্ষণাত্মক ভূমিকায় থাপা একা সব সময় পেরে ওঠেননি। ডিপ ডিফেন্সে একাধিকবার তালমেলের অভাব দেখা দিয়েছে তিন ডিফেন্ডারের মধ্যে। দুজন বিদেশি ডিফেন্ডার। আক্রমণে ঝাঁঝ বাড়াতে গিয়ে ফাঁকা হয়ে যাচ্ছিল বাগানের ডিফেন্স। সেই সুযোগে বারেবারে আক্রমণে উঠে এসেছিল কিংস।

Advertisements

বিরতির আগের পর্যন্ত স্কোরলাইন ১-১ থাকলেও বসুন্ধরা শেষ পর্যন্ত নিজেদের পক্ষে স্কোরলাইন করে ২-১। চলতি এশিয়ান প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের মুখোমুখি হল মোহন বাগান সুপার জায়ান্ট। বাংলাদেশের দলকে কি হালকাভাবে নিয়েছিল বাগান? হুয়ানের প্ল্যান বি কোথায়? এই ম্যাচে পরাজয়ের পর প্রশ্ন উঠছে একাধিক।