AFC Cup: ‘বাঙাল’ বসুন্ধরার কাছেই পরাজিত ‘ঘটি’ মোহনবাগান

এগিয়ে থেকেও শেষ রক্ষা হলনা। নির্ধারিত সময়ের শেষে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যা…

Bashundhara Kings unbeaten at kings arena

এগিয়ে থেকেও শেষ রক্ষা হলনা। নির্ধারিত সময়ের শেষে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যা নিয়ে প্রবল হতাশ সকলেই। উল্লেখ্য, আজ ম্যাচের শুরুর দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বাগানের তারকা উইঙ্গার লিস্টন কোলাসো।

বলা যায় তার করা গোলের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা যে শক্তিশালী রূপ ধারন করবে সেকথা আন্দাজ করা গিয়েছিল অনেক আগেই। ঠিক সেটাই এল এবার। পিছিয়ে থেকে ও আজকের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে নিল বসুন্ধরা কিংস। যারফলে, ভারতের এই শক্তিশালী দলকে পিছনে ফেলে এএফসি কাপের গ্রুপ পর্বের শীর্ষে উঠে এল বসুন্ধরা। বর্তমানে উভয় দলের পয়েন্ট সমান হলেও আজকের এই পরাজয়ের ফলে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে যেতে হল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে।

যা নিয়ে প্রবল হতাশ সকলেই। আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সাবধানী এগোতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। উভয়ের কাছেই একাধিক সুযোগ আসলেও তা শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি। তবুও ম্যাচের ঠিক ১৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফুটবলারদের বোকা বানিয়ে গোল করে যান ভারতের তরুণ তারকা লিস্টন কোলাসো।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকা সম্ভব হয়নি বাগান ব্রিগেডের পক্ষে। প্রথমার্ধের ঠিক শেষের দিকে ফিগুইরার গোলে নিজেদের সমতা ফিরিয়ে আনে বসুন্ধরা কিংস ক্লাব। প্রথমার্ধের শেষে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান শিবির। সেইমতো সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে থ্রু ধরে এগোতে শুরু করে মেরিনার্সরা। সুযোগ ও আসতে থাকে তাদের কাছে। কিন্তু কিছুতেই আর গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে।

একইভাবে সময় সময়ে আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসতে থাকে বসুন্ধরা দল। তবে বাগান ডিফেন্ডারদের দক্ষতার পাশাপাশি গোলরক্ষক বিশাল কাইথের অধিক সক্রিয়তায় দলের সাক্ষাৎ পতন রোধ করা সম্ভব হয় একাধিকবার। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। ম্যাচ শেষ হওয়ার বেশ কিছুটা সময় আগে গোল তুলে নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বসুন্ধরা দলের অন্যতম তারকা ফুটবলার রবিনহো।

যার দিকে আজ শুরু থেকেই নজর ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষদের। বলা যায় তার গোলেই শেষ পর্যন্ত তিন পয়েন্ট সুনিশ্চিত করে বসুন্ধরা কিংস। কিন্তু তাদের মাঠ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বর্তমানে বসুন্ধরা দলের মাঠের ছবি দেখে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।