Mohan Bagan: ম্যাচ শেষে কামিন্সদের বকুনি ফেরান্ডোর

তখনই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করা যেত। হ্যাটট্রিক হতে পারতো কামিন্সের (Jason Cummings)। কিন্তু যে ঘটনাটা ঘটল সেটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। মাজিয়ার বিরুদ্ধে…

Juan Ferrando Jason Cummings

তখনই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করা যেত। হ্যাটট্রিক হতে পারতো কামিন্সের (Jason Cummings)। কিন্তু যে ঘটনাটা ঘটল সেটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। মাজিয়ার বিরুদ্ধে মোহন বাগান (Mohan Bagan) সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো নিজেও জেসন কামিন্সের পেনাল্টি বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেসন কামিন্সের লিওনেল মেসি ভক্ত। এই সোমবার AFC কাপের ম্যাচে মেসির মতো পেনাল্টি থেকে গোল করাতে চেয়েছিলেন তিনি। স্পট থেকে সোজা শট না নিয়ে তিনি পাস বাড়িয়ে দিয়েছিলেন ডান দিক থেকে আগুয়ান দিমিত্রি পেত্রতোসের দিকে। পেত্রতোস শট নেওয়ার আগে সেবাস্তিয়ান অ্যান্টিক বল পাঠিয়ে দিয়েছিলেন মাঠের বাইরে। দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে পরে যান দিমিত্রি পেত্রতোস।

পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করার সময় ১-০ গোলে এগিয়ে ছিল মোহন বাগান সুপার জায়ান্ট। গোল মিস করার কিছুক্ষণ পরেই গোল শোধ করে দেয় প্রতিপক্ষ মাজিয়া এসআরসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে স্কোরলাইন হয়ে যায় ১-১। পেনাল্টি থেকে গোল করতে পারলে অন্য রকম হতে পারতো এই স্কোরলাইন।

মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডিফেন্স মজবুত করেছিল মালদ্বীপের ক্লাব। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সেই জেসনই গোল করে জয় এনে দেন বাগানকে। ম্যাচের পর ওই পেনাল্টি সম্পর্কে মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো বলেছেন, “ওটা ফুটবলারের সিদ্ধান্ত ছিল। হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। এই ধ ধরণের সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার অন্তত ভাবা উচিৎ।”