স্পোর্টস ডেস্ক: কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সেমিফাইনালে মহামেডান স্পোর্টিং ক্লাব।শনিবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডান ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেল,ভবানীপুর এফসি’কে হারিয়ে। অধিনায়ক শেখ ফৈয়াজ ২৮ ও ৪৩ মিনিটে, মার্কোস জোসেফ ৪৫,৪৬ মিনিটে গোল করেন ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে।
দ্বিতীয়ার্ধে ব্র্যান্ডন ৪৯,নিকোলা ৬৯ এবং জসকরণ ৯০ মিনিটে গোল করে কোচ শঙ্করলাল ভট্টাচার্যের ভবানীপুরের বিরুদ্ধে। আগামী ৯ নভেম্বর সেমিফাইনাল, মহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে। এদিনের ম্যাচে রেফারির ম্যাচ পরিচালনার সহায়তার জন্য ভিডিও রেফারেন্স সিস্টেম প্রয়োগ করা হয়, যা কলকাতা লীগের ইতিহাসে প্রথম। আইএফএ সূত্রে খবর, কলকাতা লীগ ফাইনাল ম্যাচ ১২ নভেম্বর নির্ধারিত হয়েছে। কলকাতা লীগের সেমিফাইনালে উঠতে পেরে স্বভাবতই খুশি মহামেডান সমর্থকেরাও।