এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) শুরুটা খুব একটা ভালো হয়নি মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club)। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে দাঁড়াতেই পারেনি তারা। প্রথমে উইলিয়ামের করা গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৬-১ গোলে পরাজিত হতে হয় সাদা-কালো ব্রিগেড কে। রিকি-সুহেলদের দাপট দেখা যায় ম্যাচ জুড়ে। তবে পরের ম্যাচ থেকেই জয়ের সরনীতে ফেরে মহামেডান। দ্বিতীয় ম্যাচে দুই শূন্যের ব্যবধানে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে হারায় দিপুরা। তারপর সুরুচি বধ।
এই জয়ের ধারা অব্যাহত রাখতেই আজ কল্যানী স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে সাদা-কালো ব্রিগেড। উভয়ের ই লক্ষ্য অধিক ব্যবধানে ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে নেওয়া। সেইমতো আজও উইলিয়াম কে সামনে রেখেই নিজেদের একাদশ সাজাতে পারে মহামেডান। পাশাপাশি দলে দেখা যেতে পারে মদন মান্ডি, ও অভিক ভান্ডারির মতো ফুটবলারদের। এছাড়াও দলে থাকতে পারেন আইলিগের অন্যতম পরিচিত মুখ দিপু হালদার।
উল্লেখ্য, এবারের এই রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলার আগে মাত্র ৩ দিন গোটা দল নিয়ে অনুশীলন করার সুযোগ পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপরেই এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হয়েছে দেবরাজ চ্যাটার্জীর ছেলেদের। ম্যাচের শুরুতে সাদা-কালো ব্রিগেডের দাপট থাকলেও পরবর্তীতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে সাদা-কালো শিবির। আজ জামশেদপুরের বিপক্ষে আদৌ নিজেদের জয় তুলে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।