East Bengal: লগ্নিকারী সংস্থা নিয়ে বিষ্ফোরক মন্তব্য দেবব্রত সরকারের

আইএসএলে আসার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের ছন্দে ফেরেনি ইস্টবেঙ্গল (East Bengal Club)। সময়ের সাথে সাথে ইনভেস্টরে ও খেলোয়াড় বদল করা হলেও কোনো লাভ হয়নি।

Debabrata Sarkar, East Bengal Club official, speaking to the media

আইএসএলে আসার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের ছন্দে ফেরেনি ইস্টবেঙ্গল (East Bengal Club)। সময়ের সাথে সাথে ইনভেস্টরে ও খেলোয়াড় বদল করা হলেও কোনো লাভ হয়নি। আগের মতোই থেকে গিয়েছে সবকিছু। গত কয়েক বছরের মতো এবারও লিগ টেবিলের তলানিতে নিজেদের অভিযান শেষ করেছে লাল-হলুদ শিবির। যা নিয়ে সমর্থকদের পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে ক্লাব কর্তাদের মধ্যে।

তাই আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠনের পাশাপাশি বাজেট বাড়ানোর মতো বিষয় গুলি নিয়ে গতকাল লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসে ক্লাব কর্তারা। সেখান থেকে বেড়িয়েই সমর্থক ও লগ্নিকারী সংস্থার সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী কাল বেলা তিনটে নাগাদ ইমামি কর্তাদের সাথে বৈঠকে বসার কথা ছিল ক্লাব কর্তাদের। কিন্তু তার কিছু সময় আগেই রুবির ইমামি হাউস চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল লাল-হলুদ সমর্থকরা। তাদের সকলের মুখে একটাই স্লোগান, এটিকের মতো শক্তিশালী দল না করলে, আইএসএল খেলছি না খেলবো না। যা নিয়ে একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে রুবি চত্বর। শেষ পর্যন্ত পুলিশের সক্রিয়তায় নিয়ন্ত্রনে আসে গোটা পরিস্থিতি। তারপরে বৈঠক শুরু হতেই স্থান ত্যাগ করে বিক্ষোভকারীরা।

বৈঠক শেষে সমর্থকদের এই বিক্ষোভের বিষয়ে ইমামি ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন, আজ যারা বিক্ষোভ করেছে তারা কেউ প্রকৃত ইস্টবেঙ্গল সমর্থক নয়। তিনি আরো বলেন, আজকের বৈঠক যথেষ্ট ইতিবাচক দিক নিয়েছে। আগামী মরশুমে দল গঠনের ক্ষেত্রে বাজেট যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর রাখা হবে। সেইসাথে সমর্থকদের কে আরো কিছুটা ধৈর্য রাখার বার্তা দেন তিনি।

কিন্তু সমর্থকদের এই বিক্ষোভ কে একেবারেই খাটো করে দেখতে নারাজ ক্লাব কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, সমর্থকদের আবেগ এখনো উনি বুঝতে পারেননি। কিছুদিন পরে এই সমর্থকরাই ওনাকে মালা পড়াবে। তিনি আরও বলেন, সমর্থকদের আবেগ ও ভালোবাসা কে দাম দিয়েই এতো গুলো বছর ধরে এগিয়ে চলেছে লাল-হলুদ। বর্তমানে দলের খারাপ পারফরম্যান্সের ফলে সমর্থকদের আশাহত হওয়াই স্বাভাবিক। এই সমস্ত কিছু তাদের হতাশার বহিঃপ্রকাশ। তবে গতবার দল গঠনে অনেকটা দেরি হয়ে গেলেও এবার আগে থেকেই নিজেদের কাজ শুরু করতে চায় লাল-হলুদ শিবির। সেইমতো আগামীকাল বিকেল তিনটে নাগাদ ইনভেস্টরের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে ক্লাব কর্তারা। জানা গিয়েছে, সেখানেই নাকি ক্লাবের উইশ লিস্ট মিলিয়ে দল গঠনের দিকে নজর দেওয়া হবে।