Mohammedan SC : আগামী ৩ মার্চ এজিএম মহামেডানে, উঠে আসতে পারে ইনভেস্টর ইস্যু

শেষ মরশুমের‌ সমস্ত ভুল ক্রুটি শুধরে নিয়ে এবছর অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শুরুতেই ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান…

Mohammedan Sporting Club Official

শেষ মরশুমের‌ সমস্ত ভুল ক্রুটি শুধরে নিয়ে এবছর অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। শুরুতেই ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস মতো ক্লাবকে পিছনে ফেলে কলকাতা ফুটবল লিগ ঘরে তোলে সাদা-কালো ব্রিগেড। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখায় তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গা।

এই ফুটবল লিগে সর্বাধিক গোলদাতা হিসেবে ও উঠে আসেন এই মনিপুরী ফুটবলার। সেজন্য কলকাতা লিগ শেষ হওয়ার পর থেকেই ডেভিডকে ছিনিয়ে নিতে মরিয়া ছিল আইএসএল ও আইলিগের একের পর এক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত এই লড়াইয়ে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনকিছু। এসবের মাঝেই ফের উঠতে পারে ইনভেস্টর ইস্যু (Mohammedan Sporting Club AGM)।‌

যতদূর জানা গিয়েছে, আগামী ৩রা মার্চ এজিএমের দিন ঠিক করা হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছরের মতো এবারো সেখানে সমর্থকদের বক্তব্য প্রদানের পাশাপাশি ক্লাব ও ফুটবলার প্রসঙ্গে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। তবে সেখানেই শেষ নয়। এবার ইনভেস্টর ইস্যু নিয়ে ফের বৈঠকে বসতে পারে সাদা-কালো ব্রিগেড। যেখানে দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মান করার মতো বিষয়গুলি উঠে আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এখনো পর্যন্ত বাঙ্কারহিলের মতো লগ্নিকারী সংস্থা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও তাদের সুবিধার্থে এবার কো ইনভেস্টর খোঁজার কাজ শুরু করেছে ক্লাব কর্তারা। 

এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সভাপতি কামরুদ্দিন ববি বলেন, বর্তমানে আমাদের সাথে বাঙ্কারহিলের মতো লগ্নিকারী সংস্থা যুক্ত রয়েছে। যাদের হাতে ৫১ শতাংশ শেয়ার রয়েছে। পরবর্তীতে আমরা আইএসএলে আসলে তা আরো বাড়বে। তাদের সহযোগিতার জন্য আমরা সাপোর্টিভ ইনভেস্টর খুঁজছি। এক্ষেত্রে বাঙ্কারহিল আমাদের পাশে আছে। উল্লেখ্য, এবারের এই আইলিগে অনবদ্য ছন্দে রয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। শক্তিশালী আইজল এফসি থেকে শুরু করে পরবর্তীতে রাজস্থান ইউনাইটেড হোক কিংবা ইন্টারকাশি। প্রত্যেকের বিপক্ষেই সহজ জয় ছিনিয়ে আনে আন্দ্রে‌ চেরনিশভের ছেলেরা।‌ 

বলতে গেলে টুর্নামেন্টের প্রথম লেগের শেষে একেবারে অপরাজিত থেকে, বাকিদের তুলনায় প্রায় সাত পয়েন্টের পার্থক্যে শীর্ষস্থান ধরে রাখে রেড রোডের এই ফুটবল ক্লাব। কিন্তু দ্বিতীয় লেগ শুরু হতেই ঘটে যায় বিপত্তি। প্রথম ম্যাচেই তাদের মুখ থুবড়ে পড়তে হয় রিয়াল কাশ্মীরের বিপক্ষে। যা নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। তবে পরবর্তী ম্যাচ থেকে ফের ছন্দে ফিরে এসেছে দল।