Durand Cup: কীভাবে ডুরান্ড নক আউটে যেতে পারে মহামেডান? জানুন

এবারের কলকাতা ফুটবল লিগে শুরু থেকেই দাপট দেখালেও ডুরান্ড কাপের শুরুটা একেবারেই ভালো হয়নি সাদা-কালো (Durand Cup) শিবিরের।

Mohammedan SC Set to Take on Jamshedpur FC in Exciting Durand Cup Clash

এবারের কলকাতা ফুটবল লিগে শুরু থেকেই দাপট দেখালেও ডুরান্ড কাপের শুরুটা একেবারেই ভালো হয়নি সাদা-কালো (Durand Cup) শিবিরের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে হয়েছিল কলকাতার এই তৃতীয় প্রধান ফুটবল দলকে। মুম্বাই দলের বিপক্ষে একটি গোল করতে সক্ষম হলেও জয় পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হতে হয় তাদের।

যা দেখে রীতিমতো হতাশ হতে হয় সকলকে। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ইন্ডিয়া নেভি দলকে পরাজিত করে ছন্দে ফেরে ব্ল্যাক প্যান্থার্সরা। আগামী রবিবার বিকেলে কিশোরভারতী স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচ জিতেই ডুরান্ডের পরবর্তী রাউন্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু আগামীকালের ম্যাচ জিতলেও কি পরবর্তী রাউন্ডে স্থান পাবে ময়দানের এই প্রধান? সেই নিয়েই উঠে এলো নয়া তথ্য।

বর্তমানে যা পরিস্থিতি তাতে জামশেদপুর ম্যাচ জিতলেও অন্যান্য দলের দিকে নজর রেখেই এগোতে হবে তাদের। তাছাড়া গতকাল কেরালা ম্যাচ ড্র হওয়ার পরেই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এবার দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে দল গুলি। যারমধ্যে মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে রয়েছে ওডিশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মতো ফুটবল ক্লাব। তাই কাজটা যে মোটেও সহজ নয় তা বলাই চলে।

পরিসংখ্যান অনুযায়ী দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট পেয়েছে ওডিশা এফসি। অন্যদিকে দুইটি ম্যাচ খেলে চার পয়েন্টে দাঁড়িয়ে নর্থইস্ট ইউনাইটেড। তাই শেষ ম্যাচে প্রতিপক্ষ দলগুলোর কাছে যদি পয়েন্ট নষ্ট করে নর্থইস্ট ও ওডিশা তাহলে আগামীকাল জামশেদপুর এফসিকে হারালেই পরের রাউন্ডে উঠে যাবে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।

তবে যদি এর উল্টো হয়। অর্থাৎ প্রতিপক্ষের কাছে ওডিশা ও নর্থইস্ট জিতে যায় তাহলে অনেকটাই চাপ বাড়বে সাদা-কালো ব্রিগেডের। সেক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে মোহনবাগান। তাদের থামাতে গেলে শেষ ম্যাচে অন্তত সাতটির ও বেশি গোলে জয় পেতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের। নাহলে কাল ম্যাচ জিতেই ডুরান্ড অভিযান শেষ করতে হতে পারে ময়দানের এই প্রধানকে।