গত ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে হায়দরাবাদ এফসি ( Hyderabad FC)। মুম্বাই সিটি এফসির পাশাপাশি টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়ে এসেছে ওগবেচেদের হায়দরাবাদ দল। শেষ রক্ষা হয়নি। হিরো আইএসএলের সেমিফাইনালে এটিকে মোহনবাগান দলের কাছে ট্রাইবেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় পূর্বের চ্যাম্পিয়নদের।
তবে গোটা মরশুম জুড়ে অন্যান্য ফুটবল দল গুলির সঙ্গে অনবদ্য লড়াই করেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকে আরো চাপ বাড়তে থাকে এই ফুটবল দলের। আসলে বেশকিছু মাস ধরেই আর্থিক সমস্যায় ভুগছে এই আইএসএল চ্যাম্পিয়ন ক্লাব। যার প্রভাব এসেছে দলের ফুটবলার সহ কোচিং স্টাফদের উপরেও।
দলের তৎকালীন কোচ মানালো মার্কুইজ থেকে শুরু করে দলের অন্যান্য কোচিং স্টাফ সহ বহু খেলোয়াড়দের দেখা দিয়েছিল বেতন সমস্যা। প্রায় তিন থেকে সাত মাস পর্যন্ত বেতন বকেয়া ছিল সকলের। এই পরিস্থিতিতে হায়দরাবাদ ছেড়ে এফসি গোয়ার পথে পাড়ি দেন কোচ মানালো মার্কুইজ। পাশাপাশি দলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকা ফুটবলারদের অনেকেই কথা বলতে শুরু করেন অন্যান্য ক্লাব গুলির সঙ্গে। মূলত ট্রান্সফার ফি দিয়ে তাদের নিয়ে যাওয়ার কথা বলা হয় ক্লাব গুলিকে।
এই পরিস্থিতিতে আসরে নামে প্রত্যেকটি ক্লাব। প্রথম রোহিত দানু থেকে শুরু করে হোলিচরন নার্জারির মতো ফুটবলারদের দলে তুলে নেয় বেঙ্গালুরু এফসি। তারপর বোরহা হেরেরা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোর মতো বিদেশিদের দলে টেনে নেয় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে সকলের মূল আকর্ষণ ছিল দাপুটে ফুটবলার আকাশ মিশ্রার দিকে। একটা সময় মোহনবাগান সুপারজায়ান্টস দলের তরফ থেকে তাকে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বাই সিটি এফসি। বিরাট ট্রান্সফার ফি দেওয়ার পাশাপাশি তাকে দীর্ঘমেয়াদী চুক্তি করায় রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। যতদূর শোনা গিয়েছিল, সেই অর্থ দিয়েই নাকি নিজেদের দলের জন্য বেশকিছু ফুটবলার টানবে হায়দরাবাদ। সেইমতো উঠে আসতে থাকে একাধিক নাম।
তবে সমস্যা যেন কিছুতেই শেষ হচ্ছে না নিজামের শহরের এই ফুটবল দলের। এবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ট্রান্সফার ব্যানের সম্মুখীন হতে হল এই আইএসএল জয়ী ফুটবল দলকে। আসলে গত মরশুমে তাদের দলের হয়ে খেলা তারকা ফুটবলার আদিল খানের পারিশ্রমিক এখনো পর্যন্ত সম্পূর্ণ দেয়নি এই ফুটবল ক্লাব। এই পরিস্থিতিতে বাকি ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয় তাদের তরফে।