Mohammedan SC: দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কী বললেন বাঙ্কারহিল কর্তা? জানুন

গত মরশুমের সমস্ত হতাশা ভুলে এবার এক নতুন ছন্দে ধরা দিয়েছে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। গত বছর একের পর এক শক্তিশালী দলকে টেক্কা…

Deepak Kumar Singh

গত মরশুমের সমস্ত হতাশা ভুলে এবার এক নতুন ছন্দে ধরা দিয়েছে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। গত বছর একের পর এক শক্তিশালী দলকে টেক্কা দিয়ে তারা ঘরে তুলেছে প্রিমিয়ার ডিভিশন লিগ। পরবর্তীতে আইলিগ। আইজলের মতো দাপুটে ফুটবল দলের পাশাপাশি পরবর্তী। সময়ে রিয়াল কাশ্মীর, ইন্টারকাশি কিংবা চার্চিল ব্রাদার্স।

প্রত্যেকটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় পেয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। বলতে গেলে টানা এগারো ম্যাচ অপরাজিত মহামেডান। এই মুহূর্তে দাঁড়িয়ে টানা এগারো ম্যাচ অপরাজিত রয়েছে এই ফুটবল দল। তাদের সংগ্রহে রয়েছে মোট ২৭ পয়েন্ট। অন্যান্য দল গুলির থেকে বেশ কিছুটা এগিয়ে এই ফুটবল দল।

   

অবশেষে সাময়িক ছুটির পর গতকাল থেকেই অনুশীলনে ফিরেছে দলের ফুটবলাররা। এক্ষেত্রে দলই সিংহভাগ ফুটবলার উপস্থিত থাকলেও ছিলেন না বেশ কয়েকজন। তবে আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন বাকিরা। বর্তমানে আই লিগের পরবর্তী লেগেও নিজেদের দাপট বজায় রাখতে মরিয়া মহামেডান। সেইমতো বিশেষ পরিকল্পনা নিয়েছেন দলের কোচ আন্দ্রে চেরনিশভ।

তবে তার আগে চলতি মাসের মাঝামাঝি সময় দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে সাদা-কালো ব্রিগেড। অংশ নেবে উভয় দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকারী একটি ফুটবল টুর্নামেন্টে। সেই নিয়ে এখন চরম ব্যস্ততা দেখা দিয়েছে ম্যানেজমেন্টের অন্দরে। যতদূর জানা গিয়েছে, আগামী ২৩ তারিখ হয়তো দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে সাদা-কালো দল।

এই প্রসঙ্গেই এবার একটি জনপ্রিয় মাধ্যমে মুখ খুলেছেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। তিনি বলেন, এখানকারই টুর্নামেন্টে মোট চারটি ফুটবল দল অংশ নেবে। যার মধ্যে থাকবে ভারত থেকে দুটি দল এবং দক্ষিণ আফ্রিকার খেলা দুটি ফুটবল দল। এই নিয়ে আমরা যথেষ্ট উৎসাহিত। সেই সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেও আমরা যথেষ্ট কৃতজ্ঞ। সব ঠিকঠাক থাকলে ২৩ থেকে ২৪ জানুয়ারির মধ্যে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবো। তারপর সেখানে দুটো দিন অনুশীলন করার পর আগামী ২৭ তারিখ প্রথম ম্যাচ খেলতে নামবো। বলতে গেলে, আই লীগের দ্বিতীয় লেগ শুরু করার আগে এই ফুটবল টুর্নামেন্ট কে নিজেদের প্রিসিজন হিসেবেই দেখছে মহামেডান স্পোর্টিং ক্লাব।