Mohammedan SC: দিন তিনেক অনুশীলনেই রিলায়েন্স লিগ খেলবে মহামেডান, কতটা আশাবাদী কোচ?

Mohammedan Coach Mehrajuddin Wadoo

এবারের আই লিগের শেষ ম্যাচে সুদেবা এফসি বিরাট বড় ব্যাবধানে পরাজিত করে নিজেদের অভিযান শেষ করেছে সাদা-কালো (Mohammedan SC) শিবির। দলের হয়ে হ্যাট্রিক করেছিলেন দাউদা। তবে আগেই রাউন্ড গ্লাস পাঞ্জাব লিগের বিজয়ী হয়ে যাওয়ায় তেমন গুরুত্ব ছিল না এই ম্যাচের।

তবে তা মানতে নারাজ ছিলেন দলের বর্তমান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। কারন এরপরেই আগামী মাসে সুপার কাপ খেলতে নামবে দল। তার আগে বাড়তি অক্সিজেন পেতে চেয়েছিলেন তিনি। ঠিক সেটা পেয়ে ও গিয়েছেন তিনি। তবে তার আগে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের দিকেই নজর সকলের। কাল থেকেই সেই লিগের অভিযান শুরু করবে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব।

   

বলাবাহুল্য, মাত্র তিনদিনের অনুশীলন করেই কাল রিলায়েন্স কতৃক এই ডেভেলপমেন্ট লিগে খেলতে নামছে সাদা-কালো ব্রিগেড। যেখানে তাদের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। কিছুদিন আগেই নিজেদের ডেভেলপমেন্ট লিগের সূচি প্রকাশ করেছিল সবুজ-মেরুন শিবির। যেখানে কিয়ান নাসিরির পাশাপাশি আরো আট থেকে দশ জন আইএসএল খেলা ফুটবলারদের নাম রয়েছে এই তালিকায়। তাই কালকের ম্যাচ যে যথেষ্ট কঠিন ও চ্যালেঞ্জিং হতে চলেছে তা স্বীকার করে নিয়েছেন মহামেডান স্পোটিংয়ের জুনিয়র দলের কোচ।

কাল লিগের অভিযান শুরু করার আগে আজ দমদমের একটি মাঠে নিজেদের শেষ অনুশীলন করে সাদা-কালো শিবিরের ফুটবলাররা। মূলত কালকের ম্যাচে এটিকে মোহনবাগান কে আটকে দেওয়া ই এখন মূল লক্ষ্য তাদের কাছে। এই প্রসঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত কোচ দেবরাজ চ্যাটার্জী জানান, গত তিন দিনের এই অনুশীলন করে মাঠা নামাটা কোনও ভাবেই তার কাছে অজুহাত নয়। বরং এটিকে ফুটবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করা হবে তাদের তরফ থেকে।

পাশাপাশি খিদিরপুরের দায়িত্ব গ্রহণ করে তিনি যে ফলাফল দেখিয়েছিলেন, তা ফের এখানে দেখাতে চান। সেই সাথে তিনি আরও বলেন, তিন দিনের অনুশীলনে খুব বেশি করে কিছু আশা না করাই ভালো। তবে গঠিত এই নতুন দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে , যারা আগামী দিনে যথেষ্ট ভালো ভাবে নিজেদের মেলে ধরতে পারবে। এখন কালকের ম্যাচের দিকেই নজর সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন