ATK Mohun Bagan: হায়দরাবাদের বিপক্ষে অনিশ্চিত কিয়ান-আশিক, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ফেরেন্দো

আজ আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগ। ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে লড়াই করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যারফলে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে প্রীতমরা।

Ashique Kuruniyan and Kiyan Nassiri

আজ আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগ। ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে লড়াই করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যারফলে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে প্রীতমরা। তাছাড়া গত ম্যাচে হায়দরাবাদের ঘরের মাঠে গোলশূন্য ভাবে ম্যাচ ড্র করায় আজ শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাবে সবুজ-মেরুন শিবির। কোচের কথা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে চান হুগো বুমোসরা।

যারফলে, শুরু থেকে আক্রমণ করে মানোলো মার্কুজদের চাপে ফেলার প্রবনতা থাকবে সকলের। তবে এত কিছুর মধ্যে ও দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এটিকে মোহনবাগান শিবিরের। আজ শেষ সেমিফাইনালে পুরো শক্তি দিয়ে মাঠে নামার পরিকল্পনা থাকলে ও আদতে তা কতটা কাজে দেবে এখন সেটাই বড় প্রশ্ন। যার প্রধান কারন হল দলের চোট আঘাত সমস্যা।

   

বর্তমানে চোট আঘাতের সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান। চোটের কারনে দলে এখনো অনিশ্চিত আশিক কুরিয়ান ও কিয়ান নাসিরি। ঘরের মাঠে গত ওডিশা ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ভরসাযোগ্য উইঙ্গার আশিক কুরআনিয়া। যা দেখে রীতিমতো কপালে ভাঁজ পড়ে বাগানের স্প্যানিশ কোচের। শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড়ের কাঁধে চেপেই ফিরে গিয়েছিলেন তিনি।

যারফলে, আইএসএলের প্রথম সেমিফাইনালে খেলার সুযোগ পাননি এই তারকা। চিকিৎসকদের নির্দেশে রীতিমতো বিশ্রামে থাকতে হয় কেরলের এই ফুটবলার কে। পাশাপাশি চোট দেখা গিয়েছে দলের আরেক তারকা কিয়ান নাসিরির। যারফলে, ওগবেচেদের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে হুয়ান ফেরেন্দোর।

এই প্রসঙ্গে তিনি বলেন, দলের এই দুজনেরই চোট খুব গুরুতর। তবে ওদের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব। যাতে কোনও রকমভাবে ওদের মাঠে নামানো যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন আমাদের ফিজিও। সেইসাথে তিনি যুক্ত করেন অল্প সময়ের কথা। বলাবাহুল্য, এবারের এই আইএসএলে মাত্র দশ দিনের মাথায় প্রায় তিনটি ম্যাচ খেলতে হয়েছে দিমিত্রি-বুমোসদের। অপরদিকে, সেমিফাইনাল খেলার আগে লম্বা বিরতি পেয়েছে হায়দরাবাদ শিবির। তাই আজকের ম্যাচে দলের খেলোয়াড়রা আদৌ কতটা সফল হবেন। কিংবা নিজের সেরাটা দিতে পারবেন তা নিয়ে কিছুটা হলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্প্যানিশ কোচ।