HomeSports Newsবৈঠকে মহামেডান কর্তৃপক্ষ, আলোচনায় কোচ বদলের প্রসঙ্গ!

বৈঠকে মহামেডান কর্তৃপক্ষ, আলোচনায় কোচ বদলের প্রসঙ্গ!

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল মহামেডান এসসি ( Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের দল চেন্নাইয়ান এফসিকে হারানোর পর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচের পর থেকেই কার্যত ভরাডুবি হতে থাকে আইএসএলে সুযোগ পাওয়া এই দলের। মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদের কাছেও হারের মুখ দেখতে হয়েছে আন্দ্রে চেরনিশভের (Andrey Chernyshov) দলকে। এরপরই সোমবার ক্লাব তাঁবুতে মহামেডান কর্তৃপক্ষ এক দফায় বৈঠক সেরেছেন বলে জানা গিয়েছে।

‘বিতারিত’ প্রাক্তন হেড স্যারের জন্মদিনে শুভেচ্ছা মশাল বাহিনীর

   

আইএসএলের চলতি মরশুমে ইস্টবেঙ্গলের টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পরই লাল-শিবিরের শেষ হয়েছিল কুয়াদ্রাত যুগের। তাই সাদা-কালো ব্রিগেড কর্তৃপক্ষের আজকের বৈঠকের পরই জোড়ালো হয়েছে কোচ বদলের প্রসঙ্গ নিয়ে। তাহলে কি এবার রুশ কোচ চেরনিশভের বিদায় আসন্ন?

আজ রাতে কার হাতে উঠবে ব্যালন ডি’অর ? চমকপ্রদ ‘আপডেট’ ফরাসি কর্মকর্তাদের

তিন ম্যাচ হারের পর মহামেডান খেলোয়াড়দের পারফরম্যন্স নিয়ে প্রশ্ন তুলেছিল দলের সমর্থক শুরু করে বাংলা ফুটবল দলের বহু প্রাক্তন ফুটবলারও। পাশাপাশি চেরনিশভকে নিয়ে প্রশ্ন তুলে জানান, আই লিগে চললেও কোচ হিসেবে আইএসএলে চলা সম্ভব নয়। এই দলকে ঠিক ভাবে পরিচালনা করার জন্য দরকার আরও দক্ষ কোচ। তবে শেষ ম্যাচ হারার পর দলের ফুটবলারদের ক্লান্তির কথা স্বীকার করে নিয়েছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ।

ঘরের মাঠে আটকে গেল মুম্বই সিটি এফসি, হতাশ পেট্র ক্র্যাটকি

প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য জানান, “হায়দরাবাদ ম্যাচে প্রথম তিন গোল মহামেডানের রক্ষণভাগের ভুলে হয়েছে। দুজন সেন্টার ডিভেন্ডার তাঁদের জায়গায় ঠিক ভাবে কাজ করছেন না। এই দোলে গোল করা খেলোয়াড়ের খুব অভাব।”

জল্পনার অবসান! মাত্র ৬ মাসের মাথাতেই পাকিস্তানের কোচের পদ ছাড়লেন কার্স্টেন

মহমেডানর পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ ময়দানের আরেক প্রধান ইস্টবেঙ্গল। ফলত এই ডার্বিতে কি ফল হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দুই দলের সমর্থকরা। এই ম্যাচের ওপর নির্ভর করছে লিগ টেবিলে দুই দলের অবস্থান কি হতে পারে। ১৩ নম্বরে রয়েছে লাল-হলুদ শিবির। এক ধাপ এগিয়ে অর্থাৎ ১২ নম্বরে রয়েছে মহামেডান।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular