‘বিতারিত’ প্রাক্তন হেড স্যারের জন্মদিনে শুভেচ্ছা মশাল বাহিনীর

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গলের (East Bengal) হারের হ্যাটট্রিকের পরই ইতি হয়েছিল কুয়াদ্রাত-রূপকথার। লাল-হলুদ শিবিরে যতটা সাড়া জাগিয়ে শুরু করেছিলেন, শেষটা সে রকম হয়নি স্প্যানিশ…

East Bengal FC supporters birthday wish to Carles Cuadrat

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গলের (East Bengal) হারের হ্যাটট্রিকের পরই ইতি হয়েছিল কুয়াদ্রাত-রূপকথার। লাল-হলুদ শিবিরে যতটা সাড়া জাগিয়ে শুরু করেছিলেন, শেষটা সে রকম হয়নি স্প্যানিশ কোচের। বরং একরাশ হতাশার মধ্যে দিয়েই দল ছেড়েছিলেন মশাল বাহিনীর এক সময়ের ‘ভগবান’ কার্লেস কুয়াদ্রাত(Carles Cuadrat)। তবে কোচেরই দৌড় থেমে গিয়েছিল আকস্মিক ভাবেই। কিন্তু আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না লাল-হলুদ সমর্থকরা।

ইস্টবেঙ্গলের হারার রহস্য ফাঁস করলেন হাবাস!

   

ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরেও, সেই মাঠেই বদলা নেওয়ার ছবি দেখিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন কোচ। এরপরই কলিঙ্গতে সুপার কাপ চ্যাম্পিয়ন করেই দীর্ঘ এক যুগ পর দলকে ট্রফি জয়ের স্বাদ দিয়েছিলেন এই কোচ। তারপর অনেকেই ‘ভগবান’ বলেও আখ্যা দিয়েছিলেন তাঁকে। কিন্তু আইএসএলের গত মরশুমে প্লে অফে জায়গা করতে পারেনি দল। এরপর ডুরান্ড কাপেও চরম ব্যার্থতার মুখে পড়তে হয়েছিল ক্লেন্টন, নন্দকুমারদের।

‘ভূমিপুত্র’ ইস্যুতে আইএফকে চিঠি দিয়ে ফের নতুন আবেদন ইস্টবেঙ্গলের!

এই মরশুমে আইএসএলের টানা তিনটি ম্যাচে হাররের পর যুবভারতীর গ্যালারি থেকেই তৎকালীন কোচকে উদ্দেশ করে ‘গো ব্যাক কুয়াদ্রাত’ স্লোগান দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু এরপর কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি। তাঁর পদত্যাগের মধ্যে দিয়ে লাল-হলুদে শেষ হয়ে গিয়েছিল কার্লেস কুয়াদ্রাত যুগ।

নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় চাইছেন লোবেরা

আজ দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বহু লাল-হলুদর সমর্থকরাই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভবিষ্যতে তিনি আরও সাফল্যের সাথে ফুটবল জগতকে আলোকিত করবেন। আশা করি ফুটবলপ্রেমীরা তাঁর কৃতিত্বগুলিকে সবসময় মনে রাখবে।