‘ভূমিপুত্র’ ইস্যুতে আইএফকে চিঠি দিয়ে ফের নতুন আবেদন ইস্টবেঙ্গলের!

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ২০ সেপ্টেম্বর মিনি ডার্বিতে ‘ভূমিপুত্র’ ইস্যুতে জট অব্যাহত। লিগের দখল কার সেই নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। গত ২৪ অক্টোবর…

East Bengal on Calcutta Football League

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ২০ সেপ্টেম্বর মিনি ডার্বিতে ‘ভূমিপুত্র’ ইস্যুতে জট অব্যাহত। লিগের দখল কার সেই নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। গত ২৪ অক্টোবর আইএফএ গভর্নিং বডির (IFA Governing Body) বৈঠকে ইস্টবেঙ্গল (East Bengal FC) বনাম মহামেডান (Mohammedan SC) ম্যাচে ‘ভূমিপুত্র’ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, পিছিয়ে গিয়েছিল সেই দিনের বৈঠক। আজ বিকেলে রয়েছে সেই বৈঠক। জানা গিয়েছে এর আগেই আইএফকে চিঠি দিতে চলেছে লাল-হলুদ শিবির।

ইস্টবেঙ্গলের হারার রহস্য ফাঁস করলেন হাবাস!

   

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহামেডান বিধি ভঙ্গ করেছিল বলে আইএফএতে অভিযোগ করেছিল লাল-হলুদ শিবির। অভিযোগ ছিল ‘ভূমিপুত্র’ নিয়ম মেনে ৪ জন ফুটবলারকে ৯০ মিনিট খেলেনি সাদা-কালো ব্রিগেড। সেই অভিযোগের ভিত্তিতে আইএফএ-এর ডিসিপ্লিনারি কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আইএফএ-এর নিয়ম লঙ্ঘন করেছে মহামেডান। তাই ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডকে। এই নিয়ে ক্ষুব্ধ হয়ে মহামেডান শিবির। পাশাপাশি আইএফএ-এর বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে লিগে আর না খেলার কথা জানিয়ে দিয়েছিল লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা ডায়মন্ডহারবার এফসি।

উইকেট পেলেও অশ্বিন-জাদেজাকে ঘিরে তোপ দাগলেন ভাজ্জি

আইএফএ ডিসিপ্লিনারি কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁদের বক্তব্য শোনার জন্য পুনরায় একটি সভার জন্য অনুরোধ জানিয়েছিল। একইসঙ্গে সদ্য আইলিগ তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন ডায়মন্ডহারবার এফসি এই গৃহীত সিদ্ধান্তের ফলে তাঁদের খেতাবের দৌড়ে পিছিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য শোনার জন্য আবেদন জানায়।

কলকাতায় বিধ্বংসী আগুনে অগ্নিদগ্ধ যুবক, বিলম্ব দমকল-কাউন্সিলর

মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁদের বিরুদ্ধে ওঠা ‘ভূমিপুত্র’ খেলানোর নিয়ম লঙ্ঘনের অভিযোগ নিয়ে জানায় ভুল বশত তাঁরা এই নিয়ম লঙ্ঘন করেছিল এবং বিষয়টি নজরে আসার পর তারা ভুল সংশোধন করে নেয়। এই প্রেক্ষিতে শাস্তি কমানোর আবেদন জানায় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে ডায়মন্ড হারবারের বক্তব্য, অন্য একটি ক্লাবের এই শাস্তির ফলে তারা ভুল না করেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইএফএ ডিসিপ্লিনারি কমিটি সব পক্ষের কথা শোনেন। শোনার পর বিষয়টি গভর্নিং বডির কাছে পাঠানোর সুপারিশ করে।

Congress: কংগ্রেসের প্রভাব হ্রাস, আসন্ন নির্বাচনগুলির আগে খুশি ‘ইন্ডিয়া’ জোট

জানা যায় গভর্নিং বডির কাছে এই দুই ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখার সুযোগ পাবে। সেখানে দুই ক্লাবের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গভর্নিং বডি। তবে মহামেডান ম্যাচের ফলাফল অনুযায়ী এক পয়েন্ট পেয়েই খুশি ইস্টবেঙ্গল। সেই নিয়েই মশাল ব্রিগেড আইএফকে চিঠি দেবে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের চিঠিতে কি কলকাতা লিগের জট কাটতে পারে? যদি জট কাঠে তাহলে কি চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। সেই নিয়ে কৌতূহল বাড়ছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে।