Mohammedan SC: হিংসা এড়াতে দর্শক শূন্য মাঠে খেলবে মহামেডান স্পোর্টিং

Mohammedan SC will play at Deccan ArenaMohammedan SC will play at Deccan Arena

দর্শক অশান্তির আশঙ্কা। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য দর্শক শূন্য মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিজ্ঞপ্তি পোস্ট করা করেছে। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আই লীগের শেষ হোম ম্যাচে দর্শক হিংসার ঘটনা ঘটেছিল। ঘটনার প্রেক্ষিতে ক্লাবের অংশীদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নৈহাটিতে ক্লাবের আগামী দুটো হোম ম্যাচ বন্ধ দরজার পিছনে খেলা হবে।

   

আই লীগে মহামেডান স্পোর্টিং ক্লাবের পরের দুটো হোম ম্যাচ আগামী ১৩ ফেব্রুয়ারি ও ৯ মার্চ। তেরো তারিখ সাদা কালো ব্রিগেডের ম্যাচ রাজস্থান ইউনাইটেডে এফসির বিরুদ্ধে। নয় তারিখের ম্যাচটি হবে নামধারী এফসির বিরুদ্ধে।

আই লীগের শেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নৈহাটির মাঠে রিয়াল কাশ্মীরের ০-৩ গোলে হেরেছিল দল। ক্লাবের একজন দেখেছিলেন লাল কার্ড। এরপর আইজল এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোল শূন্য ড্র। তবে আই লীগ ক্রম তালিকার এখনও শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (১৩ ম্যাচে ২৮ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর (১৩ ম্যাচে ২৩ পয়েন্ট)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন