মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা। আজকেই ম্যাচ। তার আগে বাড়তে থাকা জল্পনার কথা মাথায় রেখে বিবৃতি জারি করল সাদা কালো ব্রিগেড। দর্শক হিংসার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ক্লাব।
ঘরের মাঠে বন্ধ দরজার পিছনে দুটো ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই সিদ্ধান্তে ক্লাব এখনও অনড় রয়েছে। একটি ক্লোজ ডোর ম্যাচ ইতিমধ্যে খেলা হয়েছে। বাকি রয়েছে আরও একটি ম্যাচ। সেই ম্যাচটি শুরু হবে আজ আজ সন্ধ্যা সাতটা থেকে।
ক্লাব সমর্থকদের মধ্যে জল্পনা ছিল, আজকের ম্যাচটি হয়তো দর্শক পূর্ণ মাঠেই খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সত্যিটা তা নয়। নামধারির বিরুদ্ধে এই ম্যাচেও দর্শকদের জন্য দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অন্যতম প্রধান এই ক্লাব।
🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #MDSPNAM ⚔ pic.twitter.com/bx924HFIEJ
— Mohammedan SC (@MohammedanSC) March 9, 2024
ফেব্রুয়ারির ১২ তারিখে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছিল। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আই লীগের শেষ হোম ম্যাচে দর্শক হিংসার ঘটনা ঘটেছিল। ঘটনার প্রেক্ষিতে ক্লাবের অংশীদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় নৈহাটিতে ক্লাবের আগামী দুটো হোম ম্যাচ বন্ধ দরজার পিছনে খেলা হবে।
🚨𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/ihScl0NU6c
— Mohammedan SC (@MohammedanSC) February 12, 2024
আলোচ্য দুটো হোম ম্যাচের একটি হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি আজ, ৯ মার্চ। তেরো তারিখ সাদা কালো ব্রিগেডের ম্যাচ রাজস্থান ইউনাইটেডে এফসির বিরুদ্ধে। নয় তারিখের ম্যাচটি নামধারী এফসির বিরুদ্ধে।