Jai Shah: ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পরেই ‘শাহি’ ঘোষণা

ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পরপরই ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করার জন্য বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ…

Jai Shah

ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পরপরই ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করার জন্য বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jai Shah)। শনিবার (৯ মার্চ) বিসিসিআই ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’-এর আওতায় টেস্ট ম্যাচের ফি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পঞ্চম টেস্ট শেষ হওয়ার পরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ তাঁর এক্স (টুইটার অ্যাকাউন্ট) অ্যাকাউন্টে ভারতীয় ক্রিকেটারদের জন্য সংশোধিত টেস্ট ম্যাচ ফি ঘোষণা করেছেন। তাঁর শেয়ার করা তথ্য অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক টেস্ট ম্যাচ খেলার পরেই বাড়তি অর্থ লাভ করতে পারবেন ক্রিকেটাররা।

“আমি প্রবীণ ক্রিকেটারদের জন্য ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ চালু করার ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের সম্মানিত ক্রীড়াবিদদের আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এটি একটি পদক্ষেপ। ২০২২-২৩ মরসুম থেকে শুরু করে ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’-এর জন্য বিদ্যমান ম্যাচ ফি’র ওপর অতিরিক্ত পুরষ্কার কাঠামো হিসাবে কাজ করবে, যা ১৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে”, জানিয়েছেন জয় শাহ।

‘নতুন ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’-এর অধীনে যারা এক মরসুমে সাত বা ততোধিক টেস্ট খেলেছেন (এক মরসুমে ৯ টি টেস্ট হিসেবে) তাঁরা ম্যাচ ফি পাবেন ৪৫ লক্ষ টাকা। একজন নন-প্লেয়িং সদস্য ম্যাচ পিছু পাবেন ২২.৫ লক্ষ টাকা। যাঁরা এক মরশুমে পাঁচ-ছয়টি টেস্ট খেলবেন তাঁরা পাবেন ম্যাচ পিছু ৩০ লক্ষ টাকা এবং নন-প্লেয়িং মেম্বাররা পাবেন ১৫ লক্ষ টাকা।’