শুক্রবার ক্লাব তাঁবুর গ্যালারিতে সমর্থক’দের আতশবাজি’র রোশনাইয়ের মধ্যে দিয়ে নতুন মরশুমে প্রস্তুতি শুরু করলো মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। নতুন ভাবে সাজিয়ে তোলা মাঠে প্রথমে প্রবেশ করলেন কর্মকর্তারা, আর তারপর ফুটবলার’রা।
এরপর মাঠে দুই সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ফুটবলার’রা এবং কর্মকর্তারা নিজ নিজ ইশ্বরের প্রতি প্রার্থনা করছিলেন।এরপর সচিব দানীশ ইকবাল বক্তব্য রাখে ফুটবলার’দের প্রতি।এরপর সহকারী কোচ জোসেফ নায়েকের তত্বাবধানে শুরু হয় অনুশীলন।ঠিক যেভাবে দলের মূল কোচ আন্দ্রে চেরিনশভ বলেছেন, ঠিক সেই ভাবেই অনুশীলন করালেন তিনি।উপস্থিত ক্লাব কর্মকর্তারা ফুটবলার’দের শুভেচ্ছা জানিয়েছেন নতুন মরশুমের জন্য।
এদিন ক্লাব সচিব দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, গত মরশুমে তারা সব ট্রফি জেতার জন্য দল গঠন করেছিলেন, কিন্তু কলকাতা লিগ ছাড়া আর কিছু জেতা হয়নি, তাই এই মরশুমে তারা প্রধান টার্গেট থাকবে আইলিগ জেতা।এবং ইস্টবেঙ্গল,এটিকে মোহনবাগানের সাথে আইএসএলে খেলার সুযোগ করে নেওয়া।জানিয়েছেন কলকাতা লিগের ম্যাচ গুলো ক্লাবের মাঠেই খেলবে তারা,আর যদি সম্ভব হয় তাহলে ডুরান্ড কাপের ম্যাচ গুলো এখানেই খেলবে তারা।