Test match: পুরোদমে প্রস্তুতিতে টিম ইন্ডিয়া প্রোটিয়াদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে

তিন টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ফলাফলের পর টিম ইন্ডিয়ার পাখির চোখ এখন তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে বোল্যান্ড পার্ক ১৯,২১ জানুয়ারি পারলে’তে…

তিন টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ফলাফলের পর টিম ইন্ডিয়ার পাখির চোখ এখন তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে বোল্যান্ড পার্ক ১৯,২১ জানুয়ারি পারলে’তে এবং তৃতীয় তথা শেষ সিরিজের ওডিআই খেলা হবে কেপটাউনের নিউল্যান্ডসে ২৩ জানুয়ারি। প্রথম ওডিআই ম্যাচে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি মনোনিবেশ করেছে টিম ইন্ডিয়া এমন একটি টুইট পোস্ট করেছে বিসিসিআই।

 

   

ওই টুইট পোস্টটি হল,”পুরোদমে প্রস্তুতি 💪

১ম #SAvIND ODI-এর জন্য 1⃣ দিন

#TeamIndia”

কেএল রাহুলের নেতৃত্বতে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহের কাঁধে চেপে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় শিবির।এই সিরিজে ভারতীয় দলে শিখর ধাওয়ানের নাম রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে ‘গব্বর’ কতটা আতঙ্ক ছড়াতে পারে ব্যাট হাতে তা দেখার জন্য ক্রিকেট ভক্তরা এখন ব্যাকুল।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে পারফর্ম করতে উন্মুখ শিখর ধাওয়ান সেটা তার টুইট পোস্ট থেকেই পরিষ্কার। ওই পোস্টে ধাওয়ান কতকটা দার্শনিক মানসিকতায় নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে অবস্থান স্পষ্ট করে বলেন,”জো হ্যায় তেরা, তুঝে মিল জায়েগা কিসি বাহানে সে ♥️🤗 পরিশ্রম করতে থাকুন 💪।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরের আগে বিরাট কোহলিকে নিয়ে বিতর্ক চরমে ওঠে। ভারতীয় দলের টি২০ এবং ওডিআই ফর্ম্যাটের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে ছেঁটে ফেলার বিতর্কে নাম জড়িয়ে যায় বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অবশেষে সমস্ত বিতর্কে ফুলস্টপ পড়ে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে বিরাট কোহলি শুধু বড় নামই নয়, সঙ্গে বিরাট ভরসা। বিরাট ব্যাট চওড়া হাতে রাবাদা, এনগিদিদের বিরুদ্ধে চলতে শুরু করলে প্রোটিয়া বোলিং লাইন আপের কপালে দু:খের শেষ নেই তা বলাই যায়। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে কেএল রাহুলের নেতৃত্বতে নতুন টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ হারের জ্বালার শোধ ষোলআনা তুলে আনতে পারে কিনা এটাই চ্যালেঞ্জ এখন ভারতীয় ক্রিকেট স্কোয়াডের সামনে।