দুই মরসুমের চুক্তিতে গৌরবকে দলে টানল মহামেডান

শেষ মরসুমে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম সারির টুর্নামেন্ট তথা আইএসএলে অংশগ্রহণ করবে ময়দানের এই তৃতীয় প্রধান। সেইজন্য…

Gaurav Bora

শেষ মরসুমে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম সারির টুর্নামেন্ট তথা আইএসএলে অংশগ্রহণ করবে ময়দানের এই তৃতীয় প্রধান। সেইজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের ও বেশ কিছু ফুটবলারদের দিকে নজর ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। যার মধ্যে ব্যাপকভাবে শোনা গিয়েছিল গৌরব বোরার (Gaurav Bora) নাম।

   

গত সিজনে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। মূলত সেন্টার ব্যাক হিসেবে বিবেচিত হলে ও প্রয়োজন মতো সেন্ট্রাল মিডফিল্ড কিংবা ডিফেন্সিভ মিডিও হিসেবে সক্রিয় হয়ে উঠতে পারেন এই ফুটবলার। তবে শুধু আইএসএল নয় ভারতের অনূর্ধ্ব -২৩ দলে ও খেলেছেন গৌরব।

একটা সময় তাঁকে নেওয়ার জন্য আইএসএলের বেশ কয়েকটি ক্লাব আসরে নামলেও শেষ পর্যন্ত বাজিমাত করল সাদা-কালো ব্রিগেড। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে রেড রোডের এই ফুটবল ক্লাব। সেই অনুযায়ী আগামী দুইটি সিজনের জন্য আন্দ্রে চেরনিশভের দলের হয়ে খেলবেন এই সেন্টার ব্যাক।

এছাড়াও গত কয়েক সপ্তাহে ফ্রাঙ্কা সহ দলের একাধিক বিদেশি ফুটবলারদের শহরে এনেছে মহামেডান। দিনকয়েক আগেই তাঁদের নিয়ে অনুশীলন শুরু করেছে এই প্রধান। নিজেদের প্রথম সিজনে বাজিমাত করাই এখন অন্যতম লক্ষ্য এই ক্লাবের।