Durand Cup: জামশেদপুরের মুখোমুখি মহামেডান, কোথায় ও কবে পাবেন টিকিট?

Mohammedan SC Set to Take on Jamshedpur FC in Exciting Durand Cup Clash

এবারের ডুরান্ড কাপের (Durand Cup) শুরুটা খুব একটা সুখের হয়নি সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেডের। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ তথা গত আইএসএলের লিগশিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে হয় মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের। তুল্যমূল্য লড়াই করে একবার প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হলেও নির্ধারিত সময়ের শেষে ১-৩ গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয় কলকাতার এই প্রধান দলকে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দিপুরা। সকলকে চমকে দিয়ে ২-১ গোলের ব্যবধানে ইন্ডিয়ান নেভির বিপক্ষে জয় তুলে নেয় ছেলেরা। যারফলে, ফের খুশির আমেজ দেখা দেয় রেড রোডের ক্লাব তাঁবুতে।

তবে এবার আগামী রবিবার আইএসএলের শক্তিশালী দল জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে সাদা-কালো ব্রিগেড। যা নিয়ে প্রবল উন্মাদনা দেখা দিয়েছে দলের সমর্থকদের মধ্যে। প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেকোনো ভাবেই দলের জয় সুনিশ্চিত করতে চাইছে মহামেডান। তাছাড়া এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালের আশা কিছুটা হলেও হয়ত জিইয়ে থাকবে তাদের। সেজন্য নিজেদের সর্ব শক্তি প্রয়োগ করে এই ম্যাচে জয় পেতে চাইবেন সাদা-কালো দলের কোচ।

   

কিন্তু কোথায় মিলছে টিকিট? উল্লেখ্য, আগামী রবিবারের ম্যাচের কথা মাথায় রেখে আজ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। তবে আগামী ১৯ ও ২০ তারিখে ও মহামেডান তাঁবু থেকে মিলবে ম্যাচের টিকিট। তবে এক্ষেত্রে আগামীকাল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে ম্যাচের টিকিট। তবে ম্যাচের দিন অর্থাৎ ২০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট সংগ্ৰহ করতে পারবেন দর্শকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন