Mohammedan SC: কলম্বিয়ার ফুটবলারকে চূড়ান্ত করার পথে মহামেডান

বহু প্রতীক্ষার পর এবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। এই সাফল্যের দরুন এবার দেশের…

Footballer David Castañeda

বহু প্রতীক্ষার পর এবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিয়ে এখনো খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। এই সাফল্যের দরুন এবার দেশের প্রথম সারির টুর্নামেন্ট অর্থাৎ আইএসএল খেলবে দল। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। দেশের প্রথম সারির এই ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে আগের তুলনায় বাজেট ও অনেক গুন বাড়তে চলেছে এবার।

তবে সেক্ষেত্রে বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশি ফুটবলার তথা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে হার্নান্দেজের মত ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও বদল করা হতে পারে বেশকিছু ফুটবলারদের। পূর্বেই জানা গিয়েছিল, মহামেডান ছেড়ে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হতে চলেছে ডেভিড লালাসাঙ্গা।

   

সেজন্য, তার বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছিল দল। এক্ষেত্রে বারংবার উঠে আসতে থাকে লাল বিয়াকনিয়ার কথা। এছাড়াও জো জোহেরলিয়ানার মত ফুটবলারদের দলে এনে বড় চমক দেওয়ার পরিকল্পনা ছিল সাদা-কালো ব্রিগেডের। বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে সেই কথাবার্তা। কয়েক‌ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে পারে সমস্ত কিছু। এছাড়াও আইএসএলের অন্যতম সক্রিয় দল নর্থইস্ট ইউনাইটেড থেকে রোচরজেলাকে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে সাদা-কালো ব্রিগেড। এবার উঠে আসল এক বিদেশি ফুটবলারের নাম। তিনি ডেভিড কাস্তানেদা মুনোজ।

এই আইলিগ মরশুমে হায়দরাবাদের শক্তিশালী ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকানের হয়ে খেলছিলেন তিনি। কুড়ি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি ১১ টি গোল ও দুইটি অ্যাসিস্ট থেকেছে কলোম্বিয়ান ফরোয়ার্ডের। শোনা যাচ্ছে, নিজেদের প্রথম আইএসএল সিজনের জন্য তাকেই দলে নিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটাই। সব ঠিকঠাক থাকলে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে এই দাপুটে ফুটবলারকে।