Transfer window: ভারতীয় ফরোয়ার্ডকে নিয়ে চরমে দলবদলের জল্পনা

নতুন মরসুমের জন্য দল গোছানোর (Transfer window) কাজ শুরু করে দিয়েছে ভারতের একাধিক ক্লাব। বেশ কিছু দলের আক্রমণভাগে দেখা যেতে পারে নতুন মুখ।  দল বদল…

Indian Forward Gurkirat Singh

নতুন মরসুমের জন্য দল গোছানোর (Transfer window) কাজ শুরু করে দিয়েছে ভারতের একাধিক ক্লাব। বেশ কিছু দলের আক্রমণভাগে দেখা যেতে পারে নতুন মুখ।  দল বদল সংক্রান্ত জল্পনার মাত্রা বৃদ্ধি করেছেন এক ভারতীয় ফরোয়ার্ড।

আক্রমণভাগে নতুন ফুটবলার নিতে পারে চেন্নাইয়িন এফসি। তরুণ ফুটবলারদের ওপর ভরসা করে দল গঠন করা ইন্ডিয়ান সুপার লিগের এই ক্লাবের অন্যতম ইউএসপি। চলতি মরসুমে পরীক্ষিত কোচ নিয়োগ করা হলেও প্রত্যাশা মতো সাফল্য পায়নি চেন্নাইয়িন এফসি।

চেন্নাইয়িন এফসিকে নিয়ে এবার প্রত্যাশার পারদ বেড়েছিল ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। যার অন্যতম কারণ কোচ ওয়েন কয়েন। দল মোটের ওপর ভালো ফুটবল উপহার দিলেও গোল করার লোকের অভাব বারবার টের পাওয়া গিয়েছে। চলতি মরসুমে কোনও রকমে শেষ ছয়ের জন্য যোগ্যতা অর্জন করেছিল দল। তবে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।

ফারুক চৌধুরী, রহিম আলি, জর্ডন মারে, কনর শিল্ডস-দের ওপর ভরসা করে আক্রমণভাগে সাজাতেন কোচ। আইএসএল-এ মোট ৩২ গোল করেছিল দল। আগামী মরসুমে নতুন ভারতীয় ফরোয়ার্ডকে দেখা যেতে পারে দলে। চেন্নাইয়িন এফসির হয়ে খেলতে পারেন গুরকিরত সিং। ইন্ডিয়ান অ্যারোজ, মুম্বই সিটি এফসিতে খেলা এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে চেন্নাইয়িন এফসি অনেক দূর এগিয়েছে বলে মনে করা হচ্ছে। মুম্বই সিটি এফসির হয়ে বেশ কিছু ম্যাচ খেললেও বেশি গোল করতে পারেননি কুড়ি বছর বয়সী এই ফরোয়ার্ড।