Mohammedan SC: টার্গেট আইএসএল, বাজেট বাড়তে চলেছে ব্ল্যাক পান্থারের

শনিবার এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করেছে শিলং লাজং এফসিকে। যারফলে, এক ম্যাচ বাকি থাকতেই এবারের…

Mohun Bagan, Mohammedan SC

শনিবার এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করেছে শিলং লাজং এফসিকে। যারফলে, এক ম্যাচ বাকি থাকতেই এবারের আইলিগ ঘরে এসেছে তাদের। এখন সেই নিয়েই মাতোয়ারা দলের সমর্থকরা। গতকাল সন্ধ্যায় শহরে এসে পৌঁছেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা।

উল্লেখ্য, গত মরশুমটা তাদের খুব একটা আহামরি না কাটলেও নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের। সেইমতো নতুন করে সাজানো হয় গোটা দলকে। দায়িত্ব দেওয়া হয় দলের পুরোনো কোচ আন্দ্রে চেরনিশভকে। তারপর মরশুমের শুরুতেই আসে সাফল্য।

   

কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ জেতে দল। পরবর্তীতে সেই ধারাই বজায় রাখে আইলিগে।‌ শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছেই মাত্র একটি ম্যাচ পরাজিত হতে হয়েছিল তাদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। তবে পরবর্তীতে ফের ছন্দে ফিরে আসে দল। সেই ধারা বজায় রেখেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে যায় দল। এবার নয়া লড়াই। আগামী মরশুম থেকেই ইন্ডিয়ান সুপার লিগ খেলবে ব্ল্যাক প্যান্থার্সরা। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলের ক্ষেত্রে ও যে বদল আসবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।

সেই নিয়েই এবার উঠে এসেছে এবার নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, নতুন মরশুম তথা আইএসএল মরশুমের কথা মাথায় রেখে অনেকটাই বাজেট বাড়াতে চলেছে সাদা-কালো ম্যানেজমেন্ট।‌ যা নিঃসন্দেহে খুশি করবে দলের সমর্থকদের।‌ সেক্ষেত্রে দল থেকে বাদ‌ পড়তে পারেন আইলিগ জয়ী দলের একাধিক ফুটবলার। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।