I-league: এবার সেরার তালিকায় দাপট মহামেডানের, কারা থাকলেন?

গত ৭ এপ্রিল শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ (I-league) চূড়ান্ত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু তখনো বাকি ছিল আরো একটি ম্যাচ। যেটি গত…

Mohammedan SC

গত ৭ এপ্রিল শিলং লাজং এফসিকে হারিয়ে আইলিগ (I-league) চূড়ান্ত করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু তখনো বাকি ছিল আরো একটি ম্যাচ। যেটি গত ১৩ ই এপ্রিল নিজেদের ঘরের মাঠে দিল্লির বিপক্ষে খেলেছে দল। সেই ম্যাচে পরাজিত হতে হলেও ট্রফি জয়ের স্বাদ মিটেছে সমর্থকদের।

বহু বছরের অপেক্ষার পর অবশেষে আইলিগ জয়ী মহামেডান। বর্তমানে সেই নিয়ে মাতোয়ারা দলের সমর্থকরা। যারফলে, আবেগের বশে চোখের জল ফেলেছেন অনেকে। এই জয়ের ফলে আগামী মরশুম থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং খেলবে এক লিগে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা বাংলার সমর্থকদের কাছে।

বলাবাহুল্য, এই টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট দাপট থেকেছে ব্ল্যাক প্যান্থার্সদের।‌ যাদের টক্কর দেওয়ার মতো তেমন কেউই ছিল না এই মরশুমে। সেজন্য অতি অবলীলায় খেতাব এসেছে রেড রোডের এই ফুটবল ক্লাবে। এবার নতুন করে প্রস্তুতি শুরু করছে এই ফুটবল দল। সামনে যে আরো বড় লড়াই। তবে শুধুমাত্র আইলিগ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেই নয়, গোটা টুর্নামেন্টের সেরা সেরাদের তালিকাতে ও এবছর দাপট থেকেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবের। কোচ থেকে শুরু করে ফুটবলার হোক কিংবা মিডিয়া ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই একচ্ছত্র প্রভাব থেকেছে সাদা-কালো শিবিরের। শুরুতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisements

এবারের আইলিগের সেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন আন্দ্রে চেরনিশভ। এবছর তার তত্ত্বাবধানে সেরা হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পদম ছেত্রী। এই মরশুমে সাদা-কালো শিবিরের জার্সিতে যথেষ্ট সাবলীল থেকেছেন পদম। তার দৌলতে একাধিকবার সাক্ষাৎ পতনের হাত থেকে বেঁচেছে দল। এছাড়াও এই টুর্নামেন্টের সেরা মিডফিল্ডার হয়েছেন কাশিমভ। এক কথায় বলতে গেলে এবারের এই মরশুমে সারি সারি রেকর্ডের সাক্ষী থেকেছে দল। যা নিঃসন্দেহে ইতিহাস।
হয়েছেন