IRDAI জারি করল বেশকিছু বীমার উপর নতুন নিয়ম, রইল তার বিস্তারিত তথ্য

স্বাস্থ্যবীমা নিয়ে এখন বহু মানুষ আগ্রহী। কারণ প্রত্যেকেরই বিশেষ প্রয়োজন এই বীমা। তাই সেই সকল গ্রাহকদের সুবিধার কারণেই স্বাস্থ্যবীমার নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে…

Insurance

স্বাস্থ্যবীমা নিয়ে এখন বহু মানুষ আগ্রহী। কারণ প্রত্যেকেরই বিশেষ প্রয়োজন এই বীমা। তাই সেই সকল গ্রাহকদের সুবিধার কারণেই স্বাস্থ্যবীমার নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে বীমা কোম্পানিগুলির নিয়ন্ত্রক সংস্থা। কারণ IRDAI –এর পক্ষ থেকে স্বাস্থ্যবীমা কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে যে, আগে থেকে শরীরে উপস্থিত থাকা রোগ (PED) –এর ক্ষেত্রে সম্পূর্ণ স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করার সর্বোচ্চ ওয়েটিং পিরিওড 4 বছর থেকে কমিয়ে 3 বছর করতে হবে। এছাড়াও, IRDAI জানিয়েছে শরীরে আগে থেকে উপস্থিত রোগকেও চিহ্নিত করতে হবে ।

IRDAI বিজ্ঞপ্তি অনুসারে জানাযায় শরীরে আগে থেকে উপস্থিত রোগ যদি বীমা প্রদানকারীর পক্ষ থেকে জারি করা পলিসি শুরু হওয়ার তারিখের 36 মাসের বেশি সময়ের আগে চিকিৎসকের পক্ষ থেকে নির্ণয় করা হয়ে থাকে। অথবা, যদি পলিসি শুরু হওয়ার তারিখের 36 মাস আগে কোন চিকিৎসকের পক্ষ থেকে পলিসিহোল্ডার কে এই রোগের চিকিৎসার জন্য কোন পরামর্শ বা সুপারিশ করা হয়ে থাকে সেটিকেও PED হিসাবে ধরা যাবে।

আপনি যখন একটি স্বাস্থ্য বীমা পলিসি ক্রয় করবেন, তখন বীমাকারী আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার আগে থেকেই কোনরকম অসুস্থতা রয়েছে কী না। এছাড়াও এই ধরনের কোন অসুখের জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে কী না। তখন যদি আপনার কোন অসুখ বর্তমান পরিস্থিতিতে শরীরে আগে থেকে উপস্থিত থাকে রোগ (PED) – তাহলে স্বাস্থ্য বীমা প্রদানকারী আপনাকে এই বিভাগের সঙ্গে যুক্ত অসুখগুলিকে কভার করার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে বলবে। কারণ, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়।

পাশাপাশি, শরীরে আগে থেকে উপস্থিত রোগের কারণে স্বাস্থ্যবীমার জন্য প্রযোজ্য এই ওয়েটিং পিরিওড চলাকালীন আপনি অসুস্থ হয়ে পড়লে সেই ক্ষেত্রে বীমা প্রদানকারী কোম্পানি কোনরকম কভারেজ অফার করবে না। এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই ওয়েটিং পিরিওড এক বছর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে একাংশের মতে, এই প্রতীক্ষার সময় এক বছর কম করার বিষয়টি গুরুত্বপূর্ণ সাহায্য করবে পলিসিহোল্ডারদের। এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা নতুন পলিসি ক্রয় করার পরিকল্পনা করছেন, তাদেরও এই ধরনের অসুখের ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স পলিসির জন্য কম সময় অপেক্ষা করতে হবে।