কলকাতা ফুটবলের বিষয়ে কথা উঠলে সবার উঠে আসে ময়দানের তিন প্রধানের কথা। যাদের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও ( East Bengal and Mohun Bagan) মহামেডানের (Mohammedan SC) কথা। বর্তমানে ফুটবল পারফরম্যান্সের নিরিখে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কিছুটা এগিয়ে থাকলেও ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্টকে প্রায় বারো গোল দিয়েছে সাদা-কালো ব্রিগেড। একেবারে লর্ডসের ব্যালকনির আদলে সেজে উঠছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
বলাবাহুল্য, ক্রিকেটের দুনিয়ার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ইংল্যান্ডের লর্ডস। একটা সময় ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ব্রিটিশ ব্রিগেড কে হারিয়ে এই লর্ডসের ব্যালকনিতে সেলিব্রেশন করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় সহ গোটা ইন্ডিয়া টিম। এবার সেই একটুকরো লর্ডস শহর কলকাতায়।
তবে কলকাতা ময়দানের এই নতুনভাবে পথ চলা শুরু হয়েছে বহুদিন আগেই। কয়েক মাস আগেই কলকাতার আরেক প্রধান মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে তৈরি হয়েছে লাইব্রেরি ও খেলোয়াড়দের জন্য নতুন জিম। পাশাপাশি লাল-হলুদে ও তৈরি হয়েছে নতুন মিউজিয়াম। বর্তমানে যা সকলেরই নজর কেড়েছে। এবার সেই পথেই সাদা-কালো শিবির। কিছুদিন আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবে।
The Brand New Mohammedan SC tent is glittering in green 🟢🪩#MohammedanSC #ILeague #IndianFootball #IFTWC pic.twitter.com/5t6Tvzn1mM
— IFTWC – Indian Football (@IFTWC) March 27, 2023
সেই অনুযায়ী ক্লাব সচিবের দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক আহমেদ। সভাপতির পদে আসীন হন আমিরুদ্দিন। পাশাপাশি সাদা-কালো ব্রিগেডের ফুটবল সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ময়দানের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সেইসাথে মহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সমিতিতে আসেন ময়দানের আরেক জনপ্রিয় তারকা তথা প্রাক্তন ফুটবলার রহিম নবি। তাছাড়া বিলাল খান সহ অন্যান্য সদস্যরা তো রয়েছেনই।
তাদের সকলের পরিকল্পনা ও অক্লান্ত প্রয়াসের ফলে নতুন রূপে সেজে উঠছে রেড রোডের এই ক্লাব তাঁবু। পুরোনো সমস্ত কিছুর বদল ঘটিয়ে সেজে উঠছে গোটা ক্লাব। আগেই সাজানো হয়েছে গোটা মাঠ। তাতে প্রবেশের জন্য বানানো হয়েছে টানেল। এছাড়াও ক্লাবের ভিতরে তৈরি হচ্ছে নতুন ড্রেসিং রুম, মিটিং রুম, কনফারেন্স রুম। তবে আরো অনেক পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের। তবে সকলের আকর্ষণ ক্লাবের সেই ব্যালকনি। চলতি মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্স থাকলেও আগামী মরশুমে ক্লাব কর্তারা এই ব্যালকনি তে ট্রফি জয়ের সেলিব্রেশন করতে পারেন কিনা, সেটাই দেখার।