Calcutta League: পুলিশি নিরাপত্তার অভাবে বাতিল আরেক প্রধান দলের ম্যাচ

Calcutta Football League

Calcutta League: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দলের। সেইমতো দলের হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে শেষ দিনের অনুশীলন সেরে ফেলেছিল দল। তবে কিছুটা সময়ের মধ্যেই বদলে গেল সমস্ত কিছু। যারফলে, আগামী নিজেদের ঘরের মাঠে হয়ত ম্যাচ খেলবে না সাদা-কালো ব্রিগেড। এক কথায় বলতে গেলে পিছিয়ে দেওয়া হল গতবারের লিগ চ্যাম্পিয়নদের ম্যাচ। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?

বিশেষ সূত্র মারফত খবর, নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমস্যা দেখা দেওয়ার জেরেই পিছিয়ে দেওয়া হচ্ছে ম্যাচ। আসলে আগামী ৮ তারিখ রাজ্য জুড়ে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। যারফলে, স্বাভাবিকভাবেই ভোটের কাজে চলে যেতে হবে বহু পুলিশ কর্মী। তাই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব লক্ষ্য করায় ম্যাচ পিছিয়ে দেওয়া কথা ভাবা হয়েছে ফুটবল সংস্থার তরফ থেকে।

   

যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন সাদা-কালো কর্তারা। তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ অনেক আগেই জানানো হয়েছে। তাহলে তখন কেন কোনো কিছু জানানো হয়নি আইএফএ’র তরফ থেকে? তাই হঠাৎ এমনতর সিদ্ধান্ত আসায় রীতিমতো অখুশি মহামেডান ম্যানেজমেন্ট। তবে আগামীকাল এই ম্যাচ না হলে আদৌও কবে আয়োজিত হবে সেই নিয়েও এখনো কিছুই জানানো হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন