I-League 2023: প্রথম ম্যাচেই সুদে আসলে হিসেব বুঝিয়ে দিল মহামেডান

Mohammedan SC Launches I-League

I-League 2023-এ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে আইজল এফসির ( Aizawl FC) বিরুদ্ধে পেয়েছে জয়। খেলার শুরুতে কঠিন পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত পুরো পয়েন্ট নিয়ে নৈহাটি স্টেডিয়াম থেকে বেরিয়েছে সাদা আলো ব্রিগেড।

Advertisements

কলকাতা ফুটবল লীগ জেতার পর চলতি আই লীগের মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি ফুটবল প্রেমীদের প্রত্যাশা বেশি থাকবে। খাতায় কলমে আইজল এফসির থেকে মহামেডান এগিয়ে থাকলেও পরিসংখ্যান কলকাতার ক্লাবটির পক্ষে ছিল না। এর আগে মহামেডান স্পোর্টিং ক্লাবকে একাধিকবার পরাজিত করেছে আইজল এফসি। এদিন ম্যাচের শুরুতে গোল পরিশোধ করে সাদা কালো শিবিরের কোচ আন্দ্রে চেরনিশভের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অন্যতম প্রধান ক্লাব।

ম্যাচের প্রথম বাঁশি বাজার মিনিট সাতের মধ্যে ম্যাচে লিড নিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। লালমুয়াপুইয়ার গোলে এগিয়ে গিয়েছিল দল। গোল পরিশোধ করতে বেশি সময় নেয়নি আইজল। এক গোলে পিছিয়ে পড়ার মিনিট পাঁচেকের মধ্যে শোধ হয় সেই গোল।

Advertisements

এদিনের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না ডেভিড। ডু ডুরান্ড কাপ ও কলকাতা ফুটবল লীগের প্রায় প্রতি ম্যাচে গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন ডেভিড। পরের দিকে কোচ তাকে মাঠে নামিয়েছিলেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ও ম্যাচের অন্তিম গোল আসে ২৮ মিনিটে। গোমেজ গোল করেন। এরপর কোনো পক্ষই আর গোল করতে পারেনি। মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ২-১ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। চলতি আই লীগের প্রথম ম্যাচে পুরো পয়েন্ট পেল তারা।