ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সাথে জোট বাঁধতে চলেছে Mohammedan SC

Mohammedan Sporting Club

মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়ার তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। ১৩১ বছরে পা দিলো এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। সল্টলেকে প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) বনাম ফুলহ‍্যাম।

Advertisements

গতবছর এডু বেতিয়া’র অতিরিক্ত সময় করা গোলে ১-০ ব‍্যবধানে ফাইনালে মহামেডান’কে হারায় গোয়া।নিঃসন্দেহে এবারের ম‍্যাচ’কে সাদা কালো ব্রিগেড বদলার ম‍্যাচ হিসেবে দেখছে।

এবার ম‍্যাচের রং বদলে যাওয়ার সম্ভাবনা বিরাট,তার কারণ মহামেডান পূর্ণ শক্তি’র দল নিয়ে খেলতে নামলেও,গোয়া ভারতীয় স্কোয়াড নিয়ে খেলতে এসেছে এই টুর্নামেন্টে।

Advertisements

ইনভেস্টের বাঙ্কার হিলের ক্লাবে যোগদান করার পর থেকে গোটা মহামেডান দলটাই বদলে গেছে।উন্নত হয়েছে পরিকাঠামো, ফুটবলার বাছাই করার ক্ষেত্রে বৈচিত্র্যময়তা দেখানো হয়েছে।

গতবছর শোনা যাচ্ছিলো বিদেশের বেশ কিছু ক্লাবের সাথে ইতিমধ্যে নাম জড়িয়েছে মহামেডানের।প‍রবর্তী সময় জানা যায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ‍্যামের সাথে টাই আপ করতে চলেছে এই ক্লাব।এবিষয়ে ক্লাবের জেনারেল সেক্রেটারি দানিশ ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এবছর আইলিগ শুরু’র আগে ফুলহ‍্যামের সাথে টাই আপের খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।