দল বদলের বাজারে কাজ শুরু করে দিয়েছে মহামেডান। আই লিগ জয়ী স্কোয়াডের কয়েকজন ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করছে ক্লাব। সেই সঙ্গে কয়েকজনকে বিদায় জানিয়ে স্কোয়াডে যুক্ত করা হচ্ছে নতুন ফুটবলার।
CFL: চালিয়েছেন টোটো, কাজ করেছেন মিলে, টিম ইন্ডিয়ার হয়ে খেলতে চান সাজন সাহানি
বিদেশি ব্রিগেডেও করা হচ্ছে বদল। বেশি বয়সী বিদেশি ফুটবলারদের ক্লাব হয়তো ছেড়ে দিচ্ছে। প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের কোথাও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এরই মধ্যে খবর, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অমরজিৎ সিং কিয়াম (Amarjit Singh Kiyam)-কে দলে নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগ ও ইন্ডিয়ান্স সুপার লিগের মধ্যে পার্থক্য কতটা সেটা পাঞ্জাব এফসিকে দেখে টের পাওয়া গিয়েছিল।
আই লিগ জয়ী পাঞ্জাব এফসি ২০২৩-২৪ মরসুমে প্রথমবার আইএসএল খেলেছিল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগে পর্যন্ত পাঞ্জাব এফসির পারফরম্যান্স ছিল হতাশজনক। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর দলের পারফরম্যান্স কিছুটা উন্নত হয়. পয়েন্ট টেবিলেও এগোতে শুরু করেছিল পাঞ্জাব এফসি।
🚨We have signed Amarjit Singh Kiyam, the 23-year-old defensive midfielder from Punjab FC!
Done deal…✅Source: @MdAkbar73247517 pic.twitter.com/3RHh7xqSSH
— Mohammedan SC Hub (@MSC_hub_) May 25, 2024
Mohun Bagan: ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মোহনবাগানের ধীরে চলো নীতি
অমরজিৎ সিং কিয়াম মণিপুরের অন্যতম উঠতি ফুটবলার। পাঞ্জাব দলের অংশ ছিলেন। খেলেছেন ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের সিনিয়র দলের পাশাপাশি বি টিমেও খেলেছিলেন। অমরজিৎ সিং কিয়াম মহামেডান স্পোর্টিং ক্লাবে এলে রিজার্ভ বেঞ্চ মজবুত হবে নিঃসন্দেহে। অতীতে জামশেদপুর এফসি, এফসি গোয়ার হয়ে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। মহামেডান স্পোর্টিং ক্লাব তারকা খচিত দল তৈরি করলে প্রথম একদশে সুযোগ পাওয়ার জন্য অমরজিৎকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।