বাড়ি ফিরে যাচ্ছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) বিদেশি ফুটবলার ইসমার তন্দির। ব্যক্তিগত কারণে তিনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।
‘ সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেক সমর্থক এবং অনুগামীদের যারা আমার পাশে থেকেছেন। কিছু ব্যক্তিগত কারণে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ‘, জানিয়েছেন ইসমার তন্দির।
‘ক্লাব ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। ওনারা আমার পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং যাওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন। আগামী দিনের জন্য ক্লাবকে শুভেচ্ছা।’
![Mohammedan SC](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/04/20220403_140948.jpg)
ছাব্বিশ বছর বয়সী ইসমার এই আক্রমণভাগের ফুটবলার। পেশাদার ফুটবল কেরিয়ারে ইতিমধ্যে খেলেছেন বহু ক্লাবে। বসনিয়া হারোজিগভিনার বয়স ভিত্তিক জাতীয় দলে খেলেছেন বহু ম্যাচ।