Mohammedan SC: ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে টিম ব্ল্যাক প্যান্থার, কিন্তু কবে?

এবারের এই আইলিগ মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। প্রিমিয়ার ডিভিশন লিগে তারা পরাজিত করেছে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও…

East Bengal vs Mohammedan SC

এবারের এই আইলিগ মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। প্রিমিয়ার ডিভিশন লিগে তারা পরাজিত করেছে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যার দরুন অনায়াসেই খেতাব জয় করেছে এই ক্লাব। সেই ধারা বজায় রেখেই পরবর্তীতে আইলিগ। আইজল এফসি থেকে শুরু করে রিয়াল কাশ্মীর হোক কিংবা চার্চিল ব্রাদার্স, ইন্টারকাশি।

প্রত্যেকটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় পেয়েছে সাদা-কালো ফুটবলাররা। বলতে গেলে টানা এগারো ম্যাচ অপরাজিত মহামেডান। বর্তমানে ১১ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট রয়েছে এই ফুটবল ক্লাবের। সমান ম্যাচ খেলেই কুড়ি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়েল কাশ্মীর। বলতে গেলে, অন্যান্য দল গুলির থেকে প্রায় ৭ পয়েন্ট এগিয়ে মহামেডান।

যার দরুন অনেকটাই স্বস্তি পেয়েছে চেরনিশভের ছেলেরা। সাময়িক ছুটি কাটানোর পর গতকাল থেকেই ফের অনুশীলনে ফিরেছে দলের ফুটবলাররা। এক্ষেত্রে দলই সিংহভাগ ফুটবলার উপস্থিত থাকলেও ছিলেন না বেশ কয়েকজন। তবে বিশেষ সূত্র মারফত খবর, সমস্ত সমস্যা মিটিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই যোগ দেবেন বাকিরা। প্রথম লেগের অনবদ্য পারফরম্যান্সের পর দ্বিতীয় লেগেও নিজেদের এই পারফরম্যান্স ধরে রাখতে মরিয়া দলের ফুটবলাররা। সেইমতো চনমনে ভাবেই অনুশীলন করলেন দলের ফুটবলাররা। উল্লেখ্য, এবারের আই লিগে চূড়ান্ত সাফল্য নিশ্চিত করার কথা মাথায় রেখেই সুপারকাপে গোটা দলকে বিশ্রাম দিয়েছিল মহামেডান ম্যানেজমেন্ট।

তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ফের অনুশীলন শুরু করে দিয়েছে দল। আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন বাকি ফুটবলাররা। ক্লাব সূত্রে খবর, তারপরই বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে এই ফুটবল দল। সেক্ষেত্রে আগামী ১৬ তারিখ থেকে মাঠে নামছে মহামেডান। এমনকি কলকাতা ময়দানে আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গেও খেলার কথা রয়েছে সাদা-কালো শিবিরের। এক্ষেত্রে নিজেদের রিজার্ভ দল নামাতে পারে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে আগামী কুড়ি তারিখ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান।