শুরু হয়ে গিয়েছে এবারের আই লীগ (I-League)। আজ মাঠে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রতিপক্ষ আইজল এফসি। সন্ধ্যা সাতটা থেকে নৈহাটির মাঠে খেলা শুরু হবে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ।
আই লীগ সেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। ভালভাবে সম্পন্ন হয়েছে দলের প্রাক মরসুম প্রস্তুতি। ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লীগে ভাল পারফরম্যান্স করেছে দল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ৬-০ গোলে জিতেছিল দল। সাদা আলো কোচের কথায়, “কলকাতায় আমরা বেশ কিছু ম্যাচ একসঙ্গে খেলেছি। আমি আসার আগে ছেলেরা ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লীগ খেলেছে। কিছু প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে। আমরা যে ভাল কিছু করে দেখাতে পারি সেটা ইতিমধ্যে স্পষ্ট। এবার আই লীগে কিছু করে দেখানোর পালা।”
“আমরা জিততে চাই এটা মুখে বলা খুব সহজ, বাস্তবে করে দেখানো কঠিন। আই লীগের প্রতিটা দল নিজেদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মাঠে নামবে। একটা ব্যাপার নিশ্চিত করতে পারি, আমরা প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাবো, ভাল ফুটবল খেলার চেষ্টা করবো এবং প্রত্যাশিত ফলাফল পাওয়ার ব্যাপারে যা করার করবো। অবশ্যই আই লীগ ক্রম তালিকার সবার ওপরে থাকার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো”, বলেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ।
“সমর্থকরা চাইছেন আমরা প্রতিটা ম্যাচে জয় লাভ করি। কলকাতা ফুটবল লীগের পর আই লীগ ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। কিন্তু এটা মাথায় রাখতে হবে আই লীগে দেশের বিভিন্ন প্রান্তের দল অংশ নেবে। সেখানে প্রতিযোগিতা হবে আরও তুল্যমূল্য।”