আসন্ন ডার্বি ম্যাচ নিয়ে আশাবাদী দীপেন্দু বিশ্বাস, কী বলছেন?

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত ম্যাচেই তাঁরা সৃষ্টি করেছে নতুন ইতিহাস। প্রথম অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছিল…

Dipendu Biswas Optimistic Ahead of Upcoming Derby Match

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গত ম্যাচেই তাঁরা সৃষ্টি করেছে নতুন ইতিহাস। প্রথম অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে। সেদিন দলের হয়ে একটিমাত্র গোল করেছিলেন লালরেমসাঙ্গা ফানাই। এই জয়ের ফলে বর্তমানে আইএসএল পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে উঠে এসেছে এই প্রধান। শুধু তাই নয়, তাঁরা পিছনে ফেলে দিয়েছে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে।

   

এক কথায় যা চমকে দিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের। বর্তমানে সেই ধারা বজায় রাখাই চ্যালেঞ্জ রেড রোডের এই ফুটবল ক্লাবের। আগামী শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ ম্যাচ খেলতে নামবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য, গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল দিমিত্রি পেত্রাতোসদের। এক কথায় যা বিরাট ধাক্কা ছিল সবুজ-মেরুন সমর্থকদের কাছে। এখন‌ সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য বাগানের।

অপরদিকে চেন্নাইয়িন ম্যাচের পর এবার যুবভারতীতে মোহনবাগানকে ধাক্কা দিতে মরিয়া অ্যালেক্সিস গোমেজরা। আসন্ন এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা গেল মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে (Dipendu Biswas)। এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “ম্যাচ প্রতি ম্যাচ দলটা অনেক ভালো পজিশনে রয়েছে। আস্তে আস্তে দলটা আরও ভালো জায়গায় আসছে। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে ড্র তারপর জয়। বর্তমানে দলের আত্মবিশ্বাস ও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। ”

তিনি আরও বলেন, “আমাদের গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ডার, স্ট্রাইকার সকলেই এখনও অব্দি ভালো পারফরম্যান্স করেছে। আমরা গত কয়েক ম্যাচে যে ফুটবলটা খেলে এসেছি সেটাই খেলার চেষ্টা করবো।”